স্কুলটি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলাধীন করগাঁও গ্রামে অবস্থিত । উপজেলা সদর হইতে ২৪ কি:মি : উত্তর-পূর্ব কোনেঅবস্থিত।স্কুলটি দক্ষিণ মুখি সামনে বিশাল খেলার মাঠ।মাঠের দক্ষিণ পাশে নিকলী-কিশোরগঞ্জ জেলা পরিষদের রাস্তা । রাস্তার পাশেই স্কুলের বিরাট পুকুর।স্কুলের পূব দিকে বিশাল হাওড় যা বড় হাওড় নামে পরিচিত। উত্তরে ডাঙোগর গাঁও, লাহুন্দ, পশ্চিমে ইউনিয়র পরিষদ, করগাও উপস্বাস্থ্য কেন্দ্র এবং করগাও বাজার যাহা ছোট শহর বললেই চলে।স্কুলটির চারদিকে ১৫/২০ কিঃমিঃ এলাকা জুরে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা।
১৪৭৫৭০ বর্গ কিলোমিটার বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা একটি ঐতিহ্যবাহী নাম।যার ভৈগোলিক অবস্থান ২৪০-২১ মিনিট হইতে ২৪০-২৩ মিনিট উত্তর অক্ষাংশ ৯০০-৪২ মিনিট-৯১০-৫২ মিনিট পূব দ্রাঘিমা পয়ন্ত ।কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামটি স্রপ্রচিীন এবং ভদ্র লোকের বাসস্থান।
করগাঁও ইউনিয়নের শিক্ষা অনুরাগী ব্যক্তি বর্গের মধ্যে মরহুম শাফি উদ্দিন লস্কর, হাজী ছোহরাব উদ্দিন, কিতাব আলী, রুস্তম আলী, শ্রী নিতু রাই, মানিক ব্যাপারী , হাজী আঃ রহমান প্রমূখ মহান ব্যক্তি বর্গের পৃষ্ঠপোষকতায় ওইউনিয়ন বাসীর সার্বিক সহযোগীতায় ১৯৪৬ ইং সালে করগাও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।প্রথম স্বীকৃতি ০১-০১-১৯৪৯ ইং নবম শ্রেণি পযন্ত ।০১-০১-১৯৭০ সনে বিজ্ঞান বিভাগ চালু ও ০১-০১-১৯৯৮ সনে ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস