বিদ্যালয়টি কটিয়াদী উপজেলাধীন পূর্বচারিপাড়া গ্রামে অবস্থিত।এটি দিন দিন এগিয়ে যাচ্ছে।অখন্ড ৫২শতাংশ জমি ও ৫টি কক্ষ,৩জন সহকারি শিক্ষক, ০জন অফিস সহকারি ও ০জন এমএলএস রয়েছে।বর্তমানে বিদ্যালয়টিতে ৩৪৩জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে।
প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য অত্র এলাকার জনাব মোঃ আঃ গনি সাহেবের মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
শ্রেনী | ছাত্র | ছাত্রী | মোট |
১ম | ৩৮ | ৩৭ | ৭৫ |
২য় | ৩০ | ৩২ | ৬২ |
৩য় | ৩৬ | ৪৬ | ৮২ |
৪থ | ৩৩ | ৩৬ | ৬৯ |
৫ম | ২৯ | ২৬ | ৫৫ |
মোট | ১৬৬ | ১৭৭ | ৩৪৩ |
চার সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচেছ।
পরিক্ষার বছর | মোট পরিক্ষার্থী | উর্ত্তীন পরিক্ষার্থী | পাশের হার |
২০০৮ | ১৯ | ১৯ | ১০০% |
২০০৯ | ২৪ | ১৬ | ৬৬% |
২০১০ | ২২ | ১৫ | ৬৮% |
২০১১ | ২৮ | ২৪ | ৮৬% |
২০১২ | ৫০ | ৪৮ | ৯৬% |
পরিক্ষার বছর | টেলেন্টপুল/এ+ | সাধারন/এ+ | মোট |
|
|
|
|
প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা।
মাটির রাস্তা দিয়ে পায়ে হেটে, রিকসাযোগে ও মটরগাড়ি যোগে আসা যাওয়া করা যায়।
শ্রেনী | মেধাবী ছাত্র | মেধাবী ছাত্রী | সবমোট |
|
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস