বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলাধীন কটিয়াদী উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার পশ্চিমে ৭ নং মসূয়া ইউনিয়নের মসূয়া গ্রামে অবস্থিত ।
বিদ্যালয়টি ১৮৮৭ সনে বিশ্ববিখ্যাত চলচিত্রকার অস্কার বিজয়ী সত্যজিত রায়ের পিতামহ প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্রে কিশোর রায় ও জমিদার নরেন্দ্র কিশোর রায়ের নিজস্ব ভূমিতে তাঁদের নিজ উদ্যোগে এম.ই.স্কুল(MiddleEnglish School) হিসাবে প্রতিষ্ঠিত হয়। অত্র এলাকার বিদ্যেুৎসাহী জন সাধারনের আন্তরিক প্রচেষ্ঠায় ১৯৫২ সনে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৯৬৫ সনে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়। বর্তমানে বিদ্যালয়ে তিনটি পাকা ও দুইটি আধাপাকা ভবন রয়েছে।
১। জনাব মোঃ মঈনুজ্জামান, সভাপতি
২। জনাব, মোঃজসিম উদ্দিন, সাধারণ শিক্ষক সদস্য।
৩। জনাব, মোঃহুমায়ুন কবির, সাধারণ শিক্ষক সদস্য।
৪। জনাব, নাদিরা বেগম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য।
৫। জনাব মোঃশহিদুল্লাহ, অভিভাবক সদস্য।
৬। জনাব, মোঃশামসু উদ্দিন, অভিভাবক সদস্য।
৭। জনাব, মোঃশহিদুল্লাহ, অভিভাবক সদস্য।
৮। জনাব, হাদিউল ইসলাম, অভিভাবক সদস্য।
৯। শূন্য, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য।
১০।বাবুতাপসকুমাররায়, দাতা সদস্য।
১১।জনাব সাইদুজ্জামান, কো-অপ্ট সদস্য।
১২।মোঃ নজরুল ইসলাম, সদস্য সচিব।
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০০৭ | এস.এস.সি. | ১১৩ | ৬৪ | ৫৭% |
২০০৮ | এস.এস.সি. | ৮২ | ৬২ | ৭৬% |
২০০৯ | এস.এস.সি. | ৯৪ | ৪৮ | ৫১% |
২০১০ | এস.এস.সি. | ১১৬ | ৭৪ | ৬৪% |
২০১১ | এস.এস.সি. | ১৪৩ | ১২৫ | ৮৭% |
জুনিয়র বৃত্তি- ২০০৮- টেলেন্টপুল ০২ জন, সাধারণ ০৩ জন = মোট ০৫ জন
২০০৯- টেলেন্টপুল ০১ জন, সাধারণ ০১ জন = মোট ০২ জন
২০১০- টেলেন্টপুল ০৪ জন, সাধারণ ০২ জন = মোট ০৬ জন
বিভিন্ন পর্যায়ে মেধা বৃত্তিসহ উপজেলা ও জেলা পর্যায়ে ও সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে কৃতিত্ব অর্জন করে আসছে। দেশের বৃহত্তর বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে পাশ করার পর সরকারী ও বেসরকারী গুরুত্ব পূর্ন পদে দায়িত্ব পালন করে আসছে। এছাড়াও দেশে বিদেশে চাকুরীতে যথেষ্ট ভূমিকা রাখছে।
শিক্ষার মান উন্নয়ন, আভ্যন্তরীন, জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষাতে শতভাগ পাশের প্রচেষ্ঠা।শিক্ষার মান যুগ উপযুগীসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন, পর্যায়ক্রমে বিদ্যালয়টিকে কলেজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।তাছারা শ্রেণি কক্ষ ডিজিটালাইজড , এবং বিদ্যালয়ে একটি ছাত্রাবাস তৈরী করার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস