অত্র মাদ্রাসাটি উপজেলার থানা ভবন হতে ৬ কিলোমিটার দক্ষিণে আড়িয়াল খা নদীর তীরে পূর্বচর পাড়াতলা গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত।
ক) ১২১৬ বর্গমিটার একটি বিল্ডং আধাপাকা।
খ) ৬৪৮ বর্গমিটার একটি টিন সেড ঘর।
গ) ৮১০ বর্গমিটার একটি টিনসেড ঘর।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলাধীন ৯নং লোহাজুরী ইউনিয়নটি দরিদ্র ,নদী ভাংগন ও সীমান্ত এলাকায় বিধায় শিক্ষার দিক দিয়ে নারীরা অত্যন্ত অবহেলিত। নারীদের জন্য আলাদা কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বিশেষ করে ইসলামী শিক্ষায়ও নারীরা অবহেলিত ছিল। মুসলিম অধ্যূষিত লোহাজুরী ইউনিয়ন ও জালালপুর ইউনিয়নে নারী শিক্ষার কোন প্রতিষ্ঠান না থাকায় কোমলমতি নারীরা সাধারণ শিক্ষায় কিছু শিক্ষিত হলেও ইসলামী শিক্ষা থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল। এলাকার নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এলাকার স্বনামধন্য ও বিশিষ্ট গুনিজন শিক্ষানুরাগী মোঃ জালাল উদ্দিন নারী সমাজে শিক্ষার আালো ছড়িয়ে দিতে,অন্ধকারে নিমজ্জিত নারীদের শিক্ষার আলোয় আলোকিত করতে মরহুম মুন্সি আঃ হেকিম সাহেবের জমির উপর ১৯৮৪ সালে পূর্বচর পাড়াতলা গ্রামে পূর্বচর পাড়াতলা জালালউদ্দিন বালিকাদাখিলমাদ্রাসা প্রতিষ্ঠাকরেসুনামেরসহিতনারীদেরশিক্ষাদিয়েআসছেন।বর্তমানেএপ্রতিষ্ঠানেলেখাপড়াকরেনারীরাসরকারী- বেসরকারী এনজিও, শিক্ষাবিভাগসহবিভিন্ন পেশায় নিয়োজিত থেকে দেশওজাতিরসেবায়নিয়োজিতআছেন।
জনাবমোঃজালালউদ্দিন | প্রতিষ্ঠাতা-সভাপতি |
“ মোঃবজলুররহমান | ভারপ্রাপ্তসুপার-সম্পাদক |
” মোঃ সিরাজ উদ্দিন আহাম্মদ | দাতা সদস্য |
” মোঃ শহীদুল্লাহ | অভিভাবক সদস্য |
” ইব্রাহিমফকিরখোকন | অভিভাবক সদস্য |
“ আব্দুল মোতালিব | অভিভাবক সদস্য |
“ জনাবা রাণী আক্তার | সংরক্ষিত মহিলাসদস্য |
জানাব মোঃ মানিক মিয়া | অভিভাবক সদস্য |
জনাব মোঃ বাবুল মিয়া | কো-অপ্টসদস্য |
আবু জাফর মোঃ সালেহ | শিক্ষকপ্রতিনিধি |
জনাবা মোছাঃ মাতোয়ারা বেগম | শিক্ষক প্রতিনিধি |
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০১০ | ইবতেদায়ী সমাপনী | ১৫ | ০২ | ১৬% |
২০১১ | ইবতেদায়ী সমাপনী | ১৩ | ০৬ | ৪৫% |
২০১০ | জে ডি সি | ১৬ | ০৫ | ৩২% |
২০১১ | জে ডি সি | ১৮ | ৯ | ৫০% |
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০০৭ | দাখিল | ০৭ | ০৩ | ৪৩% |
২০০৮ | দাখিল | ০৯ | ০৮ | ৮৯% |
২০০৯ | দাখিল | ১৩ | ০৯ | ৭০% |
২০১০ | দাখিল | ১০ | ০২ | ২০% |
২০১১ | দাখিল | ১৭ | ১২ | ৭১% |
৫ম
পরিক্ষার বছর | টেলেন্টপুল/গোল্ডেন এ+ | সাধারণ/ এ+ | মোট |
২০০৯ ইং | ০০ | ০২ | ০২ |
শিক্ষা প্রতিষ্ঠানকে যুগোপযোগী করে সম্পূর্ণ রূপে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা। নারী শিক্ষাকে যুগের সাথে তাল মিলিয়ে নারী শিক্ষাকে উন্নত করা। মান সম্পন্ন শিক্ষাদান সহ কম্পিউটার শিক্ষা,কারিগরী ভোকেশনাল শিক্ষা স্থাপন করা। শিক্ষার্থীদেরকে আত্ননির্ভরশীল দেশ ও জাতি গঠনে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা। মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও অভিভাবক সমন্বয়ে সুন্দর মনোরম পরিবেশ গড়ে তোলে সরকারের বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়িত করা।
উপজেলা শিক্ষা অফিস থেকে স্কুল পর্যন্ত মটর সাইকেল,সি.এন.জি,রিক্সা চলাচলের ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস