বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার অন্তর্গত মুমুরদিয়া ইউনিয়নে কটিয়াদী–মানিকখালী বৃহত্তর রাস্তার পাশে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশেঅবস্থিত ঐতিহ্যবাহী চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ে একটি প্রশস্থ্য খেলার মাঠ আছে। |
এম ইস্কুল হিসাবে ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীতে ১৯৫৪ সালে জুনিয়র স্কুল হিসেবে পরিচালিত হয়, পরবর্তী ১৯৬৮ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বৃকৃতি লাভ করে অদ্যবদী সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। |
১। জনাব মোঃ বজলুল হাসান চন্দন, সভাপতি
২। জনাব জি,এম কামরুল ইসলাম , প্রধান শিক্ষক ও সচিব।
৩। জনাব মতিউর রহমান বিদ্যুৎসাহী।
৪। জনাব মোঃ শাহজাহান পিন্টু, অভিভাবক সদস্য।
৫।জনাব মোঃ মোশারফ হোসেন, অভিভাবক সদস্য।
৬।জনাব মোঃ বদরুল ইসলাম , অভিভাবক সদস্য।
৭।জনাব মোঃ আবদুল হক, অভিভাবক সদস্য।
৮।জনাব মোছাঃ সবুজা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
৯।অসিত কুমার নক্তি, শিক্ষক প্রতিনিধী।
১০।প্রদীপ কুমার ঘোষ, শিক্ষক প্রতিনিধী ।
১১।বেগম মেফতাহুল জান্নাত, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধী ।
| ||||||||||||||||||||||||||||||
|
জুনিয়র বৃত্তি-২০০৭ সনে ০১ জন,(সাধারণ) |
উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি অত্র এলাকায় শিক্ষা প্রসারে বিষেশ করে নারী শিক্ষায় দীঘ দিন ধরে গুরোত্বপূণ ভূমিকা পালন করে আসছে । তাতে করে অত্র এলাকায় শিক্ষা প্রসারের সাথে সাথে সামাজিক মূল্যবোধ্ও প্রতিষ্ঠিত হইয়াছে । সহ পাঠ্যক্রমিক কাযবলি ও খেলাধুলায় উক্ত প্রতিষ্ঠানটি উপজেলর মধ্যে অন্যতম গুরোত্বপূন স্থান দখল করিয়া আসছে । খেলাধুলায় উক্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে স্থানীয় থেকে শুরো করে জাতীয় পযায় থেকেও পুরস্কার পা্ওয়ার গৌরব অজন করেছে । এই শিক্ষা প্রতিষ্ঠনের অনেক প্রাক্তন ছাত্র আছেন যাহারা বিভিন্ন সরকারের আমলে অনেক গুরোত্বপূন দায়িত্ব পালন করে আসছেন। তাহাদের মধ্যে বাংলাদেশ সংবিধান প্রনেতা ও সাবেক আইন মন্ত্রী বাবু মনিরঞ্জন ধর এবং সাবেক পুলিশের আই,জি,পি জনাব নূর মোহাম্মদ সাহেব উল্লেখযোগ্য। |
বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে যুগোপযুগি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রদক্ষেপ বাস্তবায়ন, পর্যায়ক্রমে বিদ্যালয়টিকে কলেজে রূপান্তর করার পরিকল্পনা ছিল এবং এর বাস্তবায়নের কাজ চলতেছে । |
EIIN : 110391 School code : 01711-240252 |
২০০৮ সালে ০২স জন শিক্ষার্থী জি,পি,এ- ৫ পেযয়ছে
২০১০ ” ০২ ” ” ৫ ” ২০১১ ” ০১ ” ” ৫ ” ২০১২ ” ০২ ” ” ৫ ”
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস