০১-০৬-১৯৮৩ ইং সনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলাধীন, কটিয়াদী পৌরসভার অন্তর্গত কিশোরগঞ্জ টু ঢাকা ভায়া মঠথোলা মহাসড়কের সংলগ্নে কটিয়াদী উপজেলা সন্নিকটে অত্র বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টির পূর্বদিকে বাসষ্ট্যান্ড ও উপজেলা সদর পশ্চিম পার্শ্বে ডাঃ আঃ মান্নান মহিলা কলেজ ও দাখিল মাদ্রাসা দক্ষিন দিকে কটিয়াদী বাজার ও ডিগ্রি কলেজ, উত্তর পার্শে ঢাকা-মঠখোলা মহাসড়ক। বিদ্যালটিতে ৯ জন শিক্ষক ও একজন সহকারী গ্রন্থাগারিক একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী , দুইজন চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছে। তাছাড়া বিদ্যালয়টিতে ১ টি সুন্দর খেলার মাঠ রয়েছে।
১৯৮৩ ইং সনে কটিয়াদী উপজেলার ১ম ইউএনও জনাব আজহার আলী তালুকদার সাহেব এলাকার গন্যমান্য ব্যক্তি ও সর্বসাধারনের অক্রান্ত পরিশ্রমে এলাকার শিক্ষার মানসহ গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করার লক্ষে কিশোরগঞ্জ টু ঢাকা ভায়া মঠখোলা মহা সড়কের পাশে কটিয়াদী পৌরসভার অর্ন্তরগত এক মনোরম পরিবেশে বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়টি ০১-০১-১৯৯৪ ইং সনে প্রথম জুনিয়র হাই স্কুল হিসেবে স্বৃীকৃতি পায়। ১৯৯৯ ইং সালে জুনির হাই স্কুল হিসেবে এমপিও ভুক্তি হয়। ২০০৫ ইং সালে নবম শ্রেণির অনুমতি লাভ করে। বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় ২০০৯ ইং সালে । ২০১০ ইং সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও ভূক্তি হয়। বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক, কম্পিউটার, ব্যাবসায় শিক্ষা শাখা চালু আছে।
১। জনাব আঃ ওহাব আইন উদ্দিন, সভাপতি ।
২। জনাব মোঃ মোস্তুফা কামাল, শিক্ষক প্রতিনিধি।
৩। জনাব তানিয়া সুলতানা, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি।
৪। জনাব আঃ মান্নান, অভিভাবক সদস্য।
৫। জনাব ইসমাইল ফকির, অভিভাবক সদস্য।
৬। জনাব ইসমাইল হোসেন, অভিভাবক সদস্য।
৭।জনাব মেজাবাহ্ উদ্দিন , অভিভাবক সদস্য।
৮। জনাবা ফেরদৌস বেগম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য।
৯ । শূন্য প্রতিষ্ঠাতা সদস্য
১০। শূন্য দাতা সদস্য।
১১। জনাব তুলসি কান্তি রাউত, কো-অপ্ট সদস্য
১২। প্রধান শিক্ষক, সদস্য সচিব।
পরীক্ষার নাম | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০১০ | জে এস সি | ৫১ | ৩৪ | ৬৬.৬৬% |
২০১১ | জে এস সি | ৪৯ | ২৫ | ৫১.০২ % |
|
|
|
|
|
২০০৫ সনে ০১ জন ট্যালেন্টফুল।
২০১২সনে জে.এস.সি. ০২ জন সাধারন।
বিভিন্ন পর্যায়ে মেধা বৃত্তিসহ উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্ত অর্জন করে আসছে।
দেশের বৃহত্তর বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। এছাড়াও দেশে বিদেশে চাকুরীতে যথেষ্ট ভূমিকা রাখা অব্যাহত রয়েছে।
১০০% ছাত-ছাত্রী উপস্থিতিসহ শিক্ষর গুণগত মান নিশ্চিত করনসহ ভবিষ্যতে বিদ্যালয়টিকে কলেজ পর্যায় উন্নিত করা হবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস