বিদ্যালয়টি কটিয়াদী উপজেলাধীন ১০ নং জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া গ্রামে অবস্থিত। এটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অখণ্ড ১০০শতাংশ জমি ও ৯টি কক্ষ, ৮জন সহকারী শিক্ষক, ১জন অফিস সহকারীও ২জন এমএলএসএস রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৩৩৯জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে।
জালালপুর ইউনিয়নের জনগেনের দীর্ঘদিনের স্বপ্ন নারী শিক্ষা উন্নয়নের জন্য একটি পৃথক বালিকা বিদ্যালয়ের স্থাপনরে প্রয়োজন মনে করেন। তখন শিক্ষানুরাগী ব্যক্তি হাজী আঃ আলী মুন্সী সাহেব স্বেচ্ছায় বিদ্যালয়টি স্থাপনের জন্য জমি দান করেন।বর্তমান প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ সাহেবের নেতৃত্বে এবং জনগনের সহযোগীতা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
ক্রমিকনং | নাম | পদবী | মোবাইলনম্বর |
১ | মোঃ মজিবুর রহমান | সভাপতি | ০১৭১৮৫১৫৭০২ |
২ | মোঃ ছায়দুর রহমান | শিক্ষক প্রতিনিধি | ০১৭২৬২১৯৮২০ |
৩ | মোঃ মতিউল ইসলাম | শিক্ষক প্রতিনিধি | ০১৭১৯৫২৯৩৫৭ |
৪ | খালেদা আক্তার (সততা) | মহিলা শিক্ষক প্রতিনিধি | ০১৭৩৬১০১৪০১ |
৫ | কামাল পাশা (রাজু) | অভিভাবক সদস্য |
|
৬ | মোহাম্মদ আলী | অভিভাবক সদস্য |
|
৭ | মুন্জিল মুন্সী | অভিভাবক সদস্য |
|
৮ | ছাদেকা আক্তার | মহিলা অভিভাবক সদস্য |
|
৯ | হাজী মোঃ আব্দুল আলী মুন্সী | দাতা সদস্য |
|
১০ | মোঃ শামসুল আলম | কো-অপ্ট সদস্য |
|
১১ | মোঃ শহিদুল্লাহ | সদস্য সচিব | ০১৭১৮০৫৫১৩৪ |
পরীক্ষারবছর | মোটপরীক্ষার্থী | উত্তীর্ণপরীক্ষার্থীরসংখ্যা | পাশেরহার |
২০০৯ | ২১ | ০৫ | ২৩.৮ |
২০১০ | ১৯ | ১০ | ৫২.৬৩ |
২০১১ | ২৭ | ২১ | ৭৭.৭৭ |
২০১২ | ৩০ | ২৭ | ৯০.০০ |
২০১৩ | ১৯ | ১৪ | ৭৩.৬৮ |
পরীক্ষারবছর | টেলেন্টপুল/গোল্ডেনএ+ | সাধারণ/এ+ | মোট |
২০১২ |
| ১(৮ম) | ১ |
২০১৩ |
| ১(এস,এস,সি) | ১ |
নারী শিক্ষা উন্নয়নে অত্র এলাকায় অগ্রগতী হয়েছে। সমাজে কুসংস্খার দূর হয়েছে। এলাকার জনগনের সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পেয়েছে। ৪১ শ শীতকালীন ক্রিড়া প্রতিযোগীতায় ক্রিকেট (বালিকা) উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে ময়মনসিংহ উপ অঞ্চলে রানারআপ । অত্র বিদ্যালয়ের ছাত্রীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এছারা দেশে বিদেশে চাকুরীতে যথেষ্ট ভূমিকা রাখার অব্যাহত রয়েছে।
বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে যুগোপযুগি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে।শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রদক্ষেপ বাস্তবায়ন, পর্যায়ক্রমে বিদ্যালয়টিকে কলেজে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।
শ্রেণি | মেধাবীছাত্র | মেধাবীছাত্রী | সর্বমোট |
৬ষ্ঠ | - | ২০ | ২০ |
৭ম | - | ১৮ | ১৮ |
৮ম | - | ২০ | ২০ |
৯ম | - | ১৫ | ১৫ |
১০ম | - | ১৫ | ১৫ |
মোট | - | ৮৮ | ৮৮ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস