বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার উত্তরে আসমিতা ইউনিয়নে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের পাশ্বে বানিয়াগ্রাম বাজার বাসট্যান্ড সংলগ্নে মধ্যপাড়া গ্রামে শিক্ষানুকুল মনোরম পরিবেশে অবস্থিত । এতে একটি দ্বিতল ভবন, একটি একতলা ভবন , দুটি টিন সেট ভবন এবং একটি টিন সেট ঘর রয়েছে ।বৃক্ষময় আঙ্গীনা ছাড়া্ও একটি পুকুর এবং একটি বিশাল খেলার মাঠ রয়েছে । |
স্বাধীনতার ঊষালগ্নে শিক্ষায় পিছিয়ে পড়া জনসমষ্টিকে শিক্ষার আলোকে আলোকিত করার লক্ষে এলাকার বিশিষ্ট শিক্ষনুরাগী্ ও দানবীর ব্যক্তিগন অর্থ, শ্রম, স্থান ও মেধা দিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন । |
১।জনাব আলহাজ্ব মোঃ আঃ হান্নান, সভাপতি। ২।জনাব মো: আবু বকর সিদ্দিক, শিক্ষক প্রতিনিধি । ৩।জনাব মোঃ কফিল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি । ৪।জনাব জহুরা ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি । ৫।জনাব আসাদুজ্জামান, অভিভাবক সদস্য । ৬।জনাব আসাদুজ্জামান, অভিভাবক সদস্য । ৭।জনাব মো: সালাহ উদ্দিন, অভিভাবক সদস্য । ৮।জনাব রুহুল আমিন, অভিভাবক সদস্য । ৯।জনাব রীনা রাণী দে, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য । ১০।শূন্য, প্রতিষ্ঠাতা সদস্য । ১১।জনাব আনোয়ার হোসেন, দাতা সদস্য । ১২।জনাব জেনু মিয়া , কো-অপ্ট সদস্য। ১৩।জনাব মোঃ নূরুল ইসলাম, প্রধান শিক্ষক, সদস্য সচিব ।
|
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০১০ | জে এস সি | ৬২ | ৫২ | ৮৩.৮৭ % |
২০১১ | জে এস সি | ৮৩ | ৪৬ | ৫৫.৪২% |
|
|
|
|
|
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০০৭ | এস.এস.সি. | ৪৩ | ২২ | ৫১.১৬% |
২০০৮ | এস.এস.সি. | ৭০ | ৩৭ | ৫২.৮৬% |
২০০৯ | এস.এস.সি. | ৪৩ | ২১ | ৪৮.৮৪% |
২০১০ | এস.এস.সি. | ৪৬ | ৪১ | ৮৯.১৩% |
২০১১ | এস.এস.সি. | ৬১ | ৪০ | ৬৫.৫৭% |
২০০৮ সনে ০১ জন (সাধারণ বৃত্তি)। ২০১০ সনে ০২ জন (সাধারণ বৃত্তি)।
|
বিদ্যালয়ের শিক্ষাথীরা বিভিন্ন পর্যায়ে মেধা বৃত্তিসহ উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করে আসছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাথীদের মধ্যে অনেকে চিকিৎসক প্রকৌশলী , শিক্ষক, আইনজীবি, বিশিষ্ট ব্যবসায়ী, সরকারী ও বেসরকারী অফিসে চাকুরীরতআছেন । |
বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে যুগোপযুগি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন, পাশের হার শতভাগে উন্নীত করা, শ্রেণি কক্ষ ডিজিটালাইজড, বিদ্যালয়টিকে কলেজে রূপান্তর, নারী শিক্ষার উন্নয়ন ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্তা প্রনয়নের ভবিষ্যৎপরিকল্পনা রয়েছে । |
mhighschool110396@yahoo.com EIIN : 110396 ; School Code : 8006
01711-234764 |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস