বিদ্যালয়টি কটিয়াদী উপজেলাধীন চরআলগী গ্রামেঅবস্থিত।এটিদিনদিনউন্নতিরদিকেএগিয়েযাচ্ছে।অখণ্ড৫০ শতাংশজমিও৪ টি কক্ষক, ৩জন সহকারী শিক্ষক, ০০জনঅফিসসহকারীও০০জন এমএলএসএস রয়েছে। বর্তমানেবিদ্যালয়টিতে ২০৪ জনছাত্র-ছাত্রীঅধ্যায়নরতআছে।
চরআলগী বাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এলাকায় এটি বিদ্যালয় স্থাপন করে কচি-কাচা শিমুদের মাঝে জ্ঞাণের প্রদীপ জ্বালিয়ে দেয়া। আবশেষে একদিন আশা পুরণ হলো। ১৯৩৫ সালে ৫২ নং চরআলগী বিদ্যালয়টি স্থাপিত হয়।স্থানিয় জনগণের উদ্যোগে ইন্নছ আলী গং স্কুল শিক্ষা বোর্ডময়মনসিংহ এর নামে ৫০.০০শাতাংশ জমি হস্তান্তর করে এই জমির মধ্যে একটি বিদ্যালয় গৃহ নির্মাণ করেন। প্রথম থেকে ৩ জন শিক্ষক দ্বারা বিদ্যালয়টি বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। ০১/০৭/১৯৭৩ ইং সালে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়। ১৯৯২ সালে অফিস কক্ষক সহ ৪ কক্ষক বিশিষ্ট িএকটি আধা পাকা বিদ্যালয় ভবন পুনঃ নির্মাণ করা হয়্।প্রতি বছর বিদ্যালয়ের ফলাফল ভাল হয়।২০১০ সালে সরকার সরকার এ বিদ্যালয়ে আর একজন শিক্ষক নিয়োগ করেন এখন বিদ্যালয়ে ৪ জন শিক্ষক কর্মরতদ আছে।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
১ম | ২০ | ৩৪০ | ৫০ |
২য় | ২০ | ২৮ | ৪৮ |
৩য় | ১৮ | ২৮ | ৩৬ |
৪র্থ | ১৬ | ২৪ | ৪০ |
৫ম | ১৭ | ১৩ | ৩০ |
মোট | ৯১ | ১১৩ | ২০৪ |
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নম্বর |
১. | মোঃ আবেদ হোসেন |
|
|
২. | মোঃ মজিবুর রহমান | সদস্য সচিব | 01736278732 |
৩. | মোঃ তমিজ উদ্দিন | স্থানদাতা |
|
৪. | হুমায়ুন কবীর | উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি |
|
পরীক্ষারবছর | মোটপরীক্ষার্থী | উত্তীর্ণপরীক্ষার্থীরসংখ্যা | পাশেরহার |
২০০৮ | ১৯ | ১৯ | ১০০% |
২০০৯ | ১৬ | ১৬ | ১০০% |
২০১০ | ২২ | ২২ | ১০০% |
২০১১ | ২৪ | ২৪ | ১০০% |
২০১২ | ৩৪ | ৩৪ | ১০০% |
পরিক্ষার বছর | টেলেন্টপুল/গোল্ডেন এ+ | সাধারণ/এ+ | মোট |
২০০৮ | ০১ | ০১ | ০২ |
২০০৯ | - | - | - |
২০১০ | ০১ | ০১ | ০২ |
২০১১ | - | - | - |
২০১২ | ০১ | - | ০১ |
বিদ্যালয়টি ৫ম শ্রেনী থেকে ৮ম শ্রেনীতে উন্নিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস