অত্র মাদরাসাটি উপজেলা অফিস থেকে ১২ কিলোমিটার পশ্চিমে কটিয়াদী মঠখোলা রোডে মান্দারকান্দি চৌরাস্তা হতে দক্ষিনে কাজিরচর গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত।
মাদ্রাসার ভবন সমূহঃ
K) ৩০´১২=৩৬০ বর্গফুট।
L) ৫০´১২=৬০০ বর্গফুট।
M) ৭০´১২=৮৪০ বর্গফুট।
N) ৩০´১২=৩৬০ বর্গফুট।
৩০´১২=৩৬০ বর্গফুট।
বাংলাদেশের ঐতিহ্যবাহী পীর বরিশালের শর্শিনা হযরত মাওলানা মোঃ নেছার উদ্দিন সাহেবের শুভাগমনের উনার উদ্যোগে এলাকাবাসি উনার নামে নাম করণ করে এবং ফাউন্দার জনাব মোঃ শামছুদ্দিন সাহেব সহ এলাকায় কোন ইসলামী প্রতিষ্ঠান না থাকায় এখানে একটি দাখিল মাদরাস প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস