প্রতিষ্ঠানটি মনোরম গ্রামীণ পরিবেশে অবস্থিত। ঝিড়ারপাড়,বাহেরচর,আতুশাল পাড়া,উত্তর লোহাজুরী,দক্ষিণ লোহাজুরী ও চর কাউনিয়া গ্রাম নিয়ে এর এলাকা বিস্তৃত। এই প্রতিষ্ঠানে আধাঁপাকা তিনটি ভবন ও কাঁচা তিনটি ভবন আছে। কটিয়াদী উপজেলা হতে দক্ষিণে ৮ কিলোমিটার দুরে মাদ্রাসাটি ঝিরারপাড় গ্রামে অবস্থিত।
এলাকায় শিক্ষা বিস্তারের অভিপ্রায়ে শ্রদ্ধেয় মরহুম আব্দুর রাজ্জাক মারুয়া,বর্তমান ইউ ,পি চেয়ারম্যান জনাব গোলাম হায়দার মারুয়া, হাজী শামসুদ্দিন,মরহুম আব্দুল কাদির মেম্বার, আফছার উদ্দিন আহমেদ,মরহুম সোনাম উদ্দিন,মোজাহের উদ্দিন,জসীম উদ্দন মেম্বার,আব্দুল খালেক ও আব্দুল মোতালিব এর নেতৃত্বে ঝিরারপাড় গ্রামের সর্বস্তরের জনগণের সহযোগিতায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। আশে পাশের গ্রামের জনগণেরও সহযোগিতা ছিল।
নিয়মিত ম্যানেজিং কমিটি বিদ্যমান।কমিটির মেয়াদ ০৮-০৫-২০১০খ্রি. হইতে ০৭-০৫-২০১২খ্রি.পর্যন্ত । কমিটি অনুমোদনের তারিখ ১৭-০৬-২০১০খ্রি.। কমিটিতে সদস্য সংখ্যা ১৩জন। মহিলা ০১ জন।
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০১০ | ইবতেদায়ী সমাপনী | ৫৩ | ২৬ | ৫০.৫% |
২০১১ | ইবতেদায়ী সমাপনী | ৭৮ | ৫৯ | ৭৬% |
২০১২ | ইবতেদায়ী সমাপনী | ৫০ | ৩৬ | ৭২% |
২০১০ | জে ডি সি | ৪৩ | ২১ | ৪৯% |
২০১১ | জে ডি সি | ৬৬ | ৪৬ | ৭০% |
২০১২ | জে ডি সি | ৭৭ | ৬৮ | ৮৮% |
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০০৯ | দাখিল | ৩৯ | ২৮ | ৭২% |
২০১০ | দাখিল | ৪৯ | ৪০ | ৮২% |
২০১১ | দাখিল | ৪৩ | ৩৫ | ৮২% |
২০১২ | দাখিল | ৪০ | ৩৭ | ৯৩% |
২০১৩ | দাখিল | ২৭ | ২১ | ৭৭% |
৮ম শ্রেণী
পরিক্ষার বছর | টেলেন্টপুল/গোল্ডেন এ+ | সাধারণ/ এ+ | মোট |
২০১২ ইং | ০১ | ০৩ | ০৪ |
শিক্ষার হার বৃদ্ধি এবং মান উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার অঙগীকারে অত্র মাদ্রাসাটিকে ভবিষ্যতে আলিম ও ফাজিল স্তরে উন্নীত করার পরিকল্পনা রহিয়াছে।
উপজেলা শিক্ষা অফিস থেকে স্কুল পর্যন্ত মটর সাইকেল,সি.এন.জি,রিক্সা চলাচলের ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস