বিদ্যালয়টি গ্রামীণ পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টির পশ্চিম দিগে রেল লাইন, উত্তর পার্শে কাচা রাস্তা , পূর্ব দিকে বিদ্যালয় সংলগ্ন পুকুর ও দক্ষিণ দিকে খোলা জায়গায় মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি কটিয়াদী উপজেলা পরিষদ হইতে ১২ কিলোমিটার উত্তর পূর্ব দিগে ৪নং চান্দপুর ইউনিয়নের মধ্যস্থলে অবস্থিত।
|
স্বাধীনতাত্তোর ৪নং চান্দপুর ইউনিয়নে আর কোন মাধ্যমিক বিদ্যালয় ছিল না। স্বাধীনতা সংগ্রাম চলাকালীন সময়ে এলাকার রাজাকার কর্তৃক বিদ্যালয়ের পশ্চিম দিগের বরাটিয়া গ্রামের কতিপয় হিন্দু বাড়ীর প্রায় ২০ বন্ডিল ঢেউটিন লুন্ঠিত হয় এবং বিদ্যালয় সংলগ্ন রেল লাইনের ব্রীজের কাছে জমা রাখে। স্বাধীনতা অর্জনের পর উক্ত লুন্ঠিত টিন এলাকার মুক্তিবাহিনীর অধীনে আসে। এলাকার তৎকালীন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জাতীয় সংসদ সদস্য মরহূম মোস্তাফিজুর রহমান খান সাহেবের নেতৃত্বে এলাকায় মাধ্যমিক শিক্ষা সম্প্রসারনের লক্ষ্যে রাজাকার কৃর্তৃক লুণ্ঠিত টিন সদ্ব্যব্যবহারের নিমিত্তে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিগণ একত্রিত হয়ে চান্দপুর মধ্যপাড়া গ্রামের সাবেক পাকিস্তানের জাতীয় পরিষদ সংসদ সদস্য মরহুম মুছলেহ উদ্দিন এডভোকেটগং সাহেবদের রেল লাইনের পূর্ব পার্শ্বের জমিতে জনাব মোঃ আমিনুর রহমান এডভোকেট সাহেবকে প্রধান শিক্ষক নিয়োগ করিয়া ‘চান্দপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়” নামে ১৬/০১/১৯৭২ ইং তারিখে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে উক্ত বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার নিমিত্তে বর্তমান প্রধান শিক্ষক বাবু মোহন লাল ঘোষ মহাশয়ের যথেষ্ট অবদান রহিয়াছে।
|
১। জনাব মোঃ আসাদুল হক, সভাপতি।
২। জনাব মোঃ আবব্দুল কাদির, শিক্ষক প্রতিনিধি।
৩। জনাব মোঃ খাদেমুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি।
৪। জনাব জাকিয়া সুলতানা, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি।
৫। জনাব কুদ্দুস আলী, অভিভাবক সদস্য।
৬। জনাব মোঃ ছাইদুর রহমান, অভিভাবক সদস্য।
৭। জনাব মোঃ শাহজাহান, অভিভাবক সদস্য।
৮। শূন্য অভিভাবক সদস্য।
৯। শূন্য সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
১০। শূন্য প্রতিষ্ঠাতা সদস্য।
১১। হাজী মোঃ মোনায়েম খান দাতা সদস্য।
১২। জনাব মোঃ কবির ভূঞা, কো-অপ্ট সদস্য।
১৩। প্রধান শিক্ষক, সদস্য সচিব।
পরীক্ষার নাম | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০১০ | জে এস সি | ৫৭ | ৩১ | ৫৫% |
২০১১ | জে এস সি | ৬৫ | ৩২ | ৪৯.২৩% |
|
|
|
|
|
বিগত ৫ বছরে কোন বৃত্তি পায় নাই।
|
বিভিন্ন পর্যায়ে মেধা বৃত্তিসহ উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্ত অর্জন করে আসছে। দেশের বৃহত্তর বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। এছাড়াও দেশে বিদেশে সেরকারী ও বেসরকারী চাকুরীতে যথেষ্ট ভূমিকা রাখা অব্যাহত রয়েছে। |
বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে যুগোপযুগি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রদক্ষেপ বাস্তবায়ন, পর্যায়ক্রমে বিদ্যালয়টিকে কলেজে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। |
chandapur110400@hotmail.com EIIN : 110400; School Code : 8012
01715-667672. |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস