প্রাতষ্ঠানটি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলাধীন বনগ্রাম ইউনিয়নের একমাত্র বালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠানটি ঢাকা কিশোরগঞ্জ মহাসড়ক সংলগ্ন ঘিলাকান্দি গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানটির ৪ কিলোমিটার পশ্চিমে শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৫ কিলোমিটার পূর্বদিকে বনগ্রাম আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয়, ৩ কিলোমিটার দক্ষিনে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় এবং ৫ কিলোমিটার উত্তরে কালিয়াচাপাড়া চিনিকল উচ্চ বিদ্যলয়। |
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মৃতি রক্ষার্থে বিদ্যালয়ের নাম করণ করা হয়। এলাকাবাসীর আর্থিক সহযোগীতায় প্রতিষ্ঠানটি প্ররিচালিত হয়ে ১৯৯৮ সালে পাঠ দানের অনুমতি প্রাপ্ত হয় এবং ২০০৫ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয়। ১৪ বছর নিষ্টার সাথে প্রতিষ্ঠানটি পরিচালিত হওয়ার পর ২০১০ সালে এমপিও ভূক্ত হয়। মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে ২০১২ সালে পাঠদান অনুমতি প্রাপ্ত হয়। |
এডহক কমিটি।
|
পরীক্ষার নাম | পরীক্ষার নাম | পাশের হার |
২০১০ | জে এস সি | ৫০.০০% |
২০১১ | জে এস সি | ৬৩.০০ % |
২০১২ | জে.এস.সি | ৯৬% |
বিগত ৫ বছরে কোন বৃত্তি পায় নাই। |
স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর বিভিন্ন সময় আমাদের স্কুল খেকে অনেক ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ব বিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাকলিক বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়ন করে এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসে কর্মকর্তা ও কর্মচারী হিসেবে সুনামের সহিত কর্মরত আছে । |
বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় শ্রেণি কক্ষের সংকট দেখা দিয়াছে। এই সংকট নিরসন কল্পে আরও শ্রেণি নির্মান করা হইবে। শিক্ষার গুণগত ও সংখ্যাগত মান বৃদ্ভির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যস্থা গ্রহণ করা হইবে। বিদ্যালয়ের সীমানা প্রাচীর র্নিামান করা হবে।উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর করা হবে। |
shahidsmrityghs110384@yahoo.com
EIIN : 110384
01714-262090
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, এবং বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীতে কর্মরত। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস