Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাজী মোঃ আবুল ফজল উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

    হাজী মোঃ আবুল ফজল উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় ২নং সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পারদিয়াকুল গ্রামে অবস্থিত । বিদ্যালয়টি কিশোরগ্জ জেলা থেকে ১৮ কিলোমিটার  এবং কটিয়াদী উপজেলা খেকে ২৫ কিলোমিটার দূরে অবিস্থিত। নিকলী-কিশোরগঞ্জ রোড থেকে প্রায় ২০০ গজ দূরে অবস্থিত । করগাঁও পার্শ্ববর্তী  ইউনিয়ন। বিদ্যালয়ের পাশ দিয়ে সুতী নদী প্রবাহিত। বিদ্যালয়টি হাওরের পারে  এক সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ``U’’আকৃতির এবং উত্তরমুখী । বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে তিন কক্ষ বিশিষ্ট টিনশেড বিল্ডিং। তিনটি কক্ষের মধ্যে সর্ব উত্তরের কক্ষটি প্রধান শিক্ষকের কার্যালয়, মাঝখানের কক্ষটি ছাত্রী মিলনায়তন। দক্ষিন প্রান্তে লম্বা টিনের কক্ষ। এতে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। দক্ষিন-পূর্ব প্রান্তে ছেলেদের একটি এবং উত্তর-পশ্চিম প্রান্তে ছাত্রী ও শিক্ষকদের একটি শৌচাগার রয়েছে। লম্বা কক্ষের কাছাকাছি দক্ষিন-পূর্ব প্রান্তে একটি অসম্পূর্ণ বিল্ডিং রয়েছে। ইহার উত্তরে দুচালা একটি টিনের ঘর রয়েছে। যা বিদ্যালয়ের স্টোররোম হিসেবে ব্যবহৃত হয়। সর্ব উত্তরে তিন কক্ষ বিশিষ্ট একটি বিল্ডিং রয়েছে যা ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শ্রেনিকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। বিদ্যালয়ের সম্মুখ প্রান্তে একটি খেলার মাঠ রয়েছে । বিদ্যালয়ে ২টি নলকূপ, ২টি ষ্টিলের আলমিরা এবং ৪টি কাঠের আলমিরা আছে।