Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ধনকীপাড়া কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

মাদ্রাসাটি কিশোরগঞ্জজেলারকটিয়াদীউপজেলাধীন৫নংমুমুরদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধনকীপাড়া গ্রামে অবস্থিত। উপজেলা সদর হইতে ১০ কি. মি.উত্তর-পূর্ব কোণে মাদ্রাসাটি অবস্থিত। ধনকীপাড়া মৌজার ৫৪৮ ও ৫৪৯ দাগে ৭৫ শতাংশ ভূমির উপর উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। মাদ্রাসাটি ০১-০১-১৯৬১ সনে স্থাপিত হয়ে ০১-০১-৮২ইং সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করার পর ০১-০৬-১৯৮২ইং সনে স্লিপের মাধ্যমে প্রথম অনুদানের অন্তর্ভুক্ত হয়। অত্র মাদ্রাসায় ২টি সেমি পাকা ,তিনটি টিন সেড ঘর রহিয়াছে। তাহাতে ১০টি শ্রেণিকক্ষ ,১টি ছাত্রীদের নামাযের কক্ষ, ১টি শিক্ষক মিলনায়তন ও ১টি অফিস কক্ষ রহিয়াছে। অত্র মাদ্রাসায় ১৬ জন শিক্ষক ও তিন জন কর্মচারী সহ মোট ১৯ জন কর্মরত আছেন। কাম্য সংখ্যক ছাত্র-ছাত্রী ও আসবাবপত্র বিদ্যমান আছে।