মাদ্রাসাটি কিশোরগঞ্জজেলারকটিয়াদীউপজেলাধীন৫নংমুমুরদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধনকীপাড়া গ্রামে অবস্থিত। উপজেলা সদর হইতে ১০ কি. মি.উত্তর-পূর্ব কোণে মাদ্রাসাটি অবস্থিত। ধনকীপাড়া মৌজার ৫৪৮ ও ৫৪৯ দাগে ৭৫ শতাংশ ভূমির উপর উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। মাদ্রাসাটি ০১-০১-১৯৬১ সনে স্থাপিত হয়ে ০১-০১-৮২ইং সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করার পর ০১-০৬-১৯৮২ইং সনে স্লিপের মাধ্যমে প্রথম অনুদানের অন্তর্ভুক্ত হয়। অত্র মাদ্রাসায় ২টি সেমি পাকা ,তিনটি টিন সেড ঘর রহিয়াছে। তাহাতে ১০টি শ্রেণিকক্ষ ,১টি ছাত্রীদের নামাযের কক্ষ, ১টি শিক্ষক মিলনায়তন ও ১টি অফিস কক্ষ রহিয়াছে। অত্র মাদ্রাসায় ১৬ জন শিক্ষক ও তিন জন কর্মচারী সহ মোট ১৯ জন কর্মরত আছেন। কাম্য সংখ্যক ছাত্র-ছাত্রী ও আসবাবপত্র বিদ্যমান আছে।
মরহুম মাওঃ আঃ মজিদ সাহেব অত্র ধনকীপাড়া, চান্দুপুর নয়াপাড়া সহ এলাকার মরহুম আলী নেওয়াজ ,মরহুম সাহেব আলী, মরহুম ওয়াজ উদ্দিন, মরহুম নুরুল হুদা, মরহুম আম্বর আলী, মরহুম আশ্রাব আলী সহ অন্যান্য ব্যক্তি বর্গের আন্তরিক সহযোগীতায় ০১-০১-১৯৬১ইং সনে ফুরকানিয়া মাদ্রাসা হিসাবে প্রতিস্ঠিত হয়। পরবর্তীতে মরহুম হাবিবুর রহমান দয়াল ,হাজী সুরত আলী , মুনসুর আলী, আবুল বাশার ,মরহুম খুর্শিদ উদ্দিন,মরহুম কাজী মদ্দিন ,মরহুম আঃ মালেক, মরহুম হাজী আঃ আলী, মরহুম শাহজাহান ভূঞা সহ আরও অন্যান্য ব্যক্তি বর্গের আন্তরিক সহযোগীতায় ০১-০১-১৯৮২ইং সনে মাদ্রাসাটি প্রথম স্বীকৃতি লাভ করে। ১৯৯৪ইং সনে ইহাতে বিজ্ঞান শাখা চালু করা হয়। বর্তমান প্রতিষ্ঠান প্রধানের আন্তরিক প্রচেষ্ঠায় মাদ্রাসার কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হইতেছে।
ক) নিয়মিত কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ ঃ ৩১-০৫-২০১২খ্রি.
খ) নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০১০ | ইবতেদায়ী সমাপনী | ৩১ | ১৮ | ৫৮% |
২০১১ | ইবতেদায়ী সমাপনী | ৪৩ | ৪১ | ৯৫% |
২০১০ | জে ডি সি | ১৯ | ১৭ | ৯০% |
২০১১ | জে ডি সি | ৩৫ | ৩০ | ৮৬% |
বিগত পাঁচ বছরে কোন বৃত্তি পায় নাই।
অত্র প্রতিষ্ঠানে দাখিল পাশ করিয়া আইনজীবি,সেনা সদস্য, বেসামরিক কর্মকর্তা,শিক্ষক,নৌ ও বিমান বাহিনীর সদস্য এবং প্রতিষ্টান প্রধান ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন।
এ মাদ্রাসাটি গ্রামীন এলাকায় প্রতিষ্ঠিত হওয়ায় গ্রামের মানুষের সাধারণ ও ইসলামী শিক্ষায় এক মাইল ফলক হিসাবে পরিগণিত করার চেষ্ঠা চলিতেছে। এ মাদ্রাসা হতে শিক্ষা লাভ করে ছাত্র-ছাত্রীদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে সমাজের তথা দেশের কল্যাণে আত্ন নিয়োগ করার মত সুনাগরিক হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।অত্র মাদ্রাসাটিকে ভবিষ্যতে আলিম ও ফাজিল স্তরে উন্নীত করার পরিকল্পনা রহিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস