আচমিতা জর্জ ইনষ্টিটিউশন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলাধীন আচমিতা ইউনিয়নে অবস্থিত। বিদ্যালয়টি ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের পূর্ব পাশ্বে এবং কটিয়াদী উপজেলা সদর হইতে ৩ কিঃ মিঃ উত্তরে অবস্থিত। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ১৯১২ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি অতান্ত মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ে দ্বিতল বিশিষ্ট একটি ভবন আছে এবং ইহা দক্ষিনমুখী। দ্বিতল ভবনের পশ্চিম প্বার্শে একটি দ্বিকক্ষ বিশিষ্ট হাফ বিল্ডিং অবস্থিত। এর ১ টি কক্ষ ছাত্রীদের কমনরুম হিসাবে ব্যবহৃত হয়। বিদ্যালয়র পূর্ব পার্শ্বে একটিপুকুর ও বড় খেলার মাঠ আছে।
দ্বিতল বিশিষ্ট ভবনের ১২ টি কক্ষ আছে। এর মধ্যে ১ টি কম্পিউটার কক্ষ, ১টি বিজ্ঞানাগার এবং ১ টি মানসম্মত ও আকর্ষনীয় গ্রন্থাগার আছে। বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ এবং উন্নত স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা বিদ্যমান।
ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের নাম অনুসারে অত্র প্রতিষ্ঠানের নাম করণ করা হয়। আচমিতা জর্জ ইনষ্টিটিউশন। প্রতিষ্ঠানটি ৩১.১২.১৯১২ ইং তারিখে স্থাপিত হয়। ইহা কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা গ্রামে অবস্থিত। ইহা ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পূর্ব পাশে মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি কটিয়াদী উপজেলা সদর হইতে উত্তর দিকে ৩ কিঃমিঃ দূরত্বে অবস্থিত। ইহা একটি ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৮.১২.১৯১৬ ইং তারিখে শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে ঐতিহ্যের সহিত পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি থেকে শিক্ষা লাভ করে অনেকেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বাংলদেশ সরকারের এক সময়ে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী বাবু মনোরঞ্জন ধর অত্র বিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন।
১। জনাব আলহাজ্ব লায়ন মোঃ আলী আকবর সভাপতি
২। জনাব আলহাজ্ব আশরাফ উদ্দিন আহমেদ দাতা সদস্য।
৩।জনাব মোঃ মুখলেছুর রহমান, অভিভাবক সদস্য।
৪।জনাব মোঃ ইছরাইল মিয়া, অভিভাবক সদস্য।
৫।জনাব মোঃ ফজলুর রহমান, অভিভাবক সদস্য।
৬।শূন্য অভিভাবক সদস্য।
৭।জনাবা মাহফুজা আক্তার সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
৮।জনাব, মোঃ আবুল কাসেম, শিক্ষক প্রতিনিধি
৯।জনাব মোঃ নজরুল ইসলাম শিক্ষক প্রতিনিধি।
১০।শূন্য প্রতিষ্ঠাতা সদস্য
১১।সভাপতি কো-অপ্ট সদস্য
১২।জনাব, মোহা: আলাউদ্দিন, প্রধান শিক্ষক ও সদস্য সচিব।।
পরীক্ষার নাম | পরীক্ষার নাম | পরীক্ষীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০০৭ | এস.এস.সি. | ৬০ | ২৮ | ৪৬.৬৭% |
২০০৮ | এস.এস.সি. | ৭৫ | ৩৯ | ৫২.০০% |
২০০৯ | এস.এস.সি. | ৮১ | ৩০ | ৩৭.০৩% |
২০১০ | এস.এস.সি. | ৬৫ | ৩৭ | ৫৬.৯২% |
২০১১ | এস.এস.সি. | ৯৩ | ৬৯ | ৭৪.১৯% |
১।ডা: মোঃ হাবিবুর রহমান বুলবুল, উপপরিচালক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, কিশোরগঞ্জ।
২।ইঞ্জিরিয়ার এম,এ,মান্নান, উপ-পরিচালক (অব:) বি.আর.টি.এ।
৩।ব্যারিষ্টার মোঃ আবু সাইদ, লন্ডন প্রবাসী।
৪।ডাঃ আঃ কাদির চক্ষু বিশেষজ্ঞ, কিশোরগঞ্জ সদর হাসপাতাল।
৫। প্রয়াত শ্রী মনোরঞ্জন ধর, সাবেক আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী।
৬। এনামুল হক, ইঞ্জিনিয়ার।
৭। ডাঃ আমিরুজ্জামান, চক্ষু বিশেষজ্ঞ।
৮। মৃত লোকমান হোসেন, বন কর্মকর্তা।
৯। ডাঃ সামসুদ্দিন (শুভা) সাবেক সিভিল সার্জন।
১০। মোঃ আরিফুল ইসলাম, এ.এস.আই।
১১। মোঃ ইসমাইল, সহযোগী অধ্যাপক( ইংরেজি)।
১২। উষিকেশ চক্রবর্তী, চাটার্ড একাউন্টেন্ট।(কলিকাতা)
১৩। জনাব মোঃ বজলুর রহমান, ১ম শ্রেণিতে ১ম ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৪। প্রয়াত মাওঃ সাইদুর রহমান, এম,এল,এ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস