বিদ্যালয়টি কটিয়াদী উপজেলাধীন গচিহাটা গ্রামে অবস্থিত। এটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অখন্ড ২১৪ শতাংশ জমি ও ২১টি কক্ষ ২৪ জন শিক্ষক ২জন অফিস সহকারী ও ৫জন এম এল এস এস রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ১০৩২ জন ছাত্র/ছাত্রী অধ্যায়নরত আছে।
অবহেলিত গচিহাটা গ্রামে সর্বপ্রথম শিক্ষার আলো বিস্তার কল্পে যে মহৎ প্রাণ ব্যক্তি এগিয়ে আসেন তিনি হলেন মেজর (অবঃ) মোঃ আক্তারম্নজ্জামান রঞ্জন। তারই স্বহৃদয়তার বহিঃ প্রকাশ হিসেবে ১৯৮৮ সালে আজকের অভিজাত্য পূর্ণ গচিহাটা পলস্নী একডেমী নামে আলোড়ন সৃষ্টিকারী মাধ্যমিক বিদ্যালয়টি আত্নপ্রকাশ করে। অদ্যবধি সুনাম ও সুষশের সঙ্গে সুযোগ্য শিক্ষক শিক্ষা ও কার্যকরী ব্যবস্থপনা পরিষদের সদদ্যবৃন্দের নিরলস প্রচেষ্টায় ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, কী পড়াশোনা, কী খেলাধূলা ও অন্যান্য শিক্ষামূলক কর্মকান্ডে প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিগনিত হচ্ছে কালে প্রতিষ্ঠানটি আরো এগিয়ে যাবে এ কথাটি নিঃসন্দেহে বলা চলে। এ বিদ্যালয়টি ০১/০১/১৯৯৯ইং তারিখে এম.পি.ও ভূক্ত হয়।
২০১৩ সালে ছাত্র/ছাত্রীর সংখ্যা (শ্রেণি ভিত্তিক)
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ১৫৩ | ১৪২ | ২৯৫ |
৭ম | ৯০ | ৯০ | ১৮০ |
৮ম | ৬৯ | ৫১ | ১২০ |
৯ম | ৭৪ | ৭৬ | ১৫০ |
১০ম | ৩৮ | ৪০ | ৭৮ |
সর্বমোট | ৪২৪ | ৩৯৯ | ৮২৩ |
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নং |
০১ | জনাব সালমা জামান | সভাপতি | ০১৯১৪৫৮৪৫০৬ |
০২ | জনাব হরিধন চন্দ্র দে | শিক্ষক প্রতিনিধি | ০১৭১৯৭৮৫৩৫৬ |
০৩ | জনাব নাজমা সুলতানা | শিক্ষক প্রতিনিধি | ০১৭১৯৭৮৭৮৭৯ |
০৪ | জনাব দিলরোবা খানম | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি | ০১৭৪৫৪৪৮১৬৬ |
০৫ | জনাব মোঃ মাহতাব উদ্দিন | অভিভাবক সদস্য | ০১৭১৪৯৯১৮৩৯ |
০৬ | জনাব মোঃ ইফতেখার উদ্দিন খান | অভিভাবক সদস্য | ০১৭১২৯০৮৯৫৭ |
০৭ | জনাব মোঃ আঃ কুদ্দুছ | অভিভাবক সদস্য | ০১৭১৭০৬৬৬৫৩ |
০৮ | জনাব রহিমা সুলতানা | অভিভাবক সদস্য | ০১৭২০৫২০২৯৯ |
০৯ | জনাব রেখা আক্তার | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য | ০১৭২০৫২০২৯৯ |
১০ | মেজর (অবঃ) মোঃ আক্তারম্নজ্জামান | প্রতিষ্ঠতা সদস্য | ০১৭১১৫৩৩৮৫৭ |
১১ | সভাপতি | দাতা সদস্য | ০১৯১৪৫৮৪৫০৬ |
১২ | জনাব মোঃ শামসুজ্জামান | কো-অপ্ট সদস্য | ০১৭১৬৮৮১৪১০ |
১৩ | প্রধান শিক্ষক | সদস্য সচিব | ০১৭১৪৪১৬০৪২ |
জে.এস.সি পরীক্ষার ফলাফল
পরীক্ষার বছর | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
২০১০ | ১২৭ | ১১৪ | ৯০.৫৪% |
২০১১ | ১১৭ | ৯০ | ৭৬.৯২% |
২০১২ | ১৭২ | ১৫৮ | ৯১.৮৬% |
এস.এস.সি পরীক্ষার ফলাফল
পরীক্ষার বছর | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
২০০৮ | ৬৩ | ৫২ | ৮২.৫৪% |
২০০৯ | ৭৫ | ৩২ | ৪২.৬৭% |
২০১০ | ৩৭ | ৩৭ | ১০০% |
২০১১ | ৯৮ | ৯৬ | ৯৭.৯৬% |
২০১২ | ১৭২ | ১৫৮ | ৯৭.৬৫ |
৮ম শ্রেণি শিক্ষাবৃত্ত তথ্যসমূহ:
পরীক্ষারর বছর | টেলেন্টপুল | সাধারণ | মোট |
২০০৮ | -- | -- | -- |
২০০৯ | -- | ০১ | ০১ |
২০১০ | ০১ | ০২ | ০৩ |
২০১১ | -- | ০১ | ০১ |
২০১২ |
| ০১ | ০১ |
অত্র প্রতিষ্ঠানের সাথে সংশিস্নষ্ট প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের দ্বারা ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি সীমাবদ্ধ রেখে শিক্ষক এক অনবদ্য নতুন পরিবেশ সৃষ্টি করা যাবে। অভিজ্ঞাতার আলোকে বলা চলে যে, বহিরাগত ছাত্রী/ছাত্রী ভর্তিতে সুষ্ঠু শিক্ষক পরিবেশ কুলষিত ও বিঘ্নিত হতে পারে। এর উর্ধ্বে উঠার জন্য অত্রাঞ্চলের শিক্ষানুরাগী নাগরিক সমাজের অনুপ্রেরণা ও সুপরামর্শ প্রাপ্তি সাপেক্ষে বদ্ধ পরিকর যে, ভবিষ্যতে ভর্তির ব্যাপারে আমরা সার্বিকভাবে বিশেষ সতর্কতা অবলম্বন করব। ছাত্র/ছাত্রী ভর্তির আধিক্য নয় তাদের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নই হউক আমাদের কাম্য।
প্রযুক্তিগত সুপরিবর্তনের সাথে সংগতি রেখে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহোদয়ের অনুপ্রেরণায় বিজ্ঞান, সাংস্কৃতিক এবং ক্রীড়া শিক্ষাকে প্রধান্য দিয়ে পাঠ দানের ও সহ-কার্যক্রমের কর্মকান্ড সম্পাদনের মাধ্যমে বিদ্যালয়টিকে আধুনিক ও যুগোপোযোগি করার প্রয়াস চলছে।
প্রধান শিক্ষক, গচিহাটা পল্লী একাডেমী, ডাকঘর: গচিহাটা, উপজেলা: কটিয়াদী, জেলা: কিশোরগঞ্জ।
মোবাইল নং ০১৭১৪৪১৬০৪২
শ্রেণি | মেধাবী ছাত্র | মেধাবী ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ৫৫ | ৪৮ | ১৩৩ |
৭ম | ২৯ | ৩৩ | ৬২ |
৮ম | ২২ | ২৬ | ৪৮ |
৯ম | ১৮ | ২২ | ৪০ |
১০ | ১৫ | ২০ | ৩৫ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস