অত্র মাদরাসাটি উপজেলা অফিস তেকে 6 কিলোমিটার উত্তরে ভৈরব- কিশোরগঞ্জ মহাসড়কের পাশে বানিয়াগ্রাম বাস ষ্ট্যান্ড সংলগ্ন পশ্চিম পার্শ্বে। মাদরাসার ভবন সমূহ : ক) ৭০ ´৩০ = ২২৫০ বর্গমিটার। একটি বিল্ডিং খ) ১০৫ ´২০ = ২১০০ বর্গফুট হাফ বিল্ডিং। গ) ৭০ ´১৮ = ১২৬০ বর্গফুট। টিন সেট। ঘ) ৬০ ´১৮ = ১০৮০ বর্গফুট। টিনসেট।
|
অত্র মাদরাসাটি এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও কিছিু সাহায্যকারী দাতা গোষ্টির সমন্বয়ে হাজীস রইছালী সাহেবের দানকৃত ১.৪২ শতক ভূমির উপর প্রতিষ্ঠিত। |
নিয়মিত, মেয়াদ উর্ত্তীনের তারিখ ২৪/০৫/২০২১ খ্রিঃ পর্যন্ত। |
পরীক্ষার নাম | সন | পরীক্ষার্থীর সংখ্যা | কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা |
দাখিল | ২০০৭ | ১৪ | ১১ |
দাখিল | ২০০৮ | ২১ | ১৭ |
দাখিল | ২০০৯ | ১৮ | ১৪ |
দাখিল | ২০১০ | ২২ | ১৯ |
দাখিল | ২০১১ | ২০ | ১৮ |
বিগত পাঁচ বছরে কোন বৃত্তি পাইনাই।
|
অত্র মাদরাসা হতে অধ্যয়ন শেষে উচচ ডিগ্রী লাভ করে একজন ছাত্রী পুলিশের অফিসার পদে আছেন। এছাড়া অত্র মাদরাসা হতে অধ্যয়ন করে উচচ শিক।সা লাভ করে দেশের বিভিন্ন জায়গায় হাই কোর্ট, সোনালী ব্যাংক, মাদরাসার সুপার, প্রভাষক ও মসজিদের ইমামতি করে দেশও জাতির কল্যানে নিয়োজিত রয়েছেন। |
অত্র মাদরাসাটি কটিয়াদী উপজেলার উত্তরে একটি মূল রাস্তার পার্শ্বে মনোরম পরিবেশে গ্রামের একমাত্র ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে সরকারের অঙ্গিকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্খীর সংখ্যা আরো বাড়ানো ও মানম্মত শিক্ষাদান, কারিগরি শিক্ষা, কম্পিউটার শিক্ষা সহ দেশ ওজাতিকে আত্ন নির্ভরশীল হিসেবে গড়ার জন্য মাদাসার পরিচালনা কমিটি ও শিক্ষক শিক্ষর্থিী অভিভাবক সমন্বয়ে শিক্ষার গুনগত মান উন্নয়ন করার জন্য উদ্যোগ নেওয়া হইয়াছে। |
০১৭১২৮৯৩০৬৭ 01712893067@gmail.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস