সংক্ষিপ্ত বর্ণনা
অত্র মাদ্রাসাটি উপজেলা অফিস থেকে ১৫ কি: মি: উত্তর পূর্ব কোণে পুলেরঘাট হইতে করগাও পাকা রাস্তার সংলগ্ন .৭৫শতাংশ জমির উপর নারী শিক্ষার অতি মনোরম পরিবেশে অবস্থিত ।
মাদ্রাসা ভবন সমূহ:
ক)২২.৫মি: ^৯.৬ মি:= ২১৭ বর্গ মি:একটি হাফ বিল্ডিং।
খ)৪০.৭মি: ^৫৩ মি:=১১৫ বর্গ মি:একটি টিনসেট।
প্রতিষ্ঠাকাল
অত্র মাদ্রাসাটি ০১/০১/২০০১ ইং।
ইতিহাস
বাইরকাদি নিবাসী জনাব মৌলানা মো: নুরুজ্জামান সাহেবের একমাত্র পুত্র জনাব মৌলানা মো: ফারুকে আজম (শিরিন) সাহেবের প্রচেষ্টা Jত্যাগে অত্র প্রতিষ্ঠানটি গড়ে উঠে তিনি ১৯৯২ইং সনে পুলেরঘাট আজাহারুল উলুম হোসাইনী দাখিল মাদ্রাসা হইতে দাখিল পাশ করার পর আলিম, ফাজিল J কামিল পাকুন্দিয়া উপজেলাধীন মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসায় পড়ার এবং সুখিয়া ঠাকুরবাড়ী আব্বা J আম্মা উভয়ের নানা বাড়ী হJয়ায় সেখানে যাতায়াতের সুবাদে তারাকান্দির গর্ব আলেম কুলের শিরোমনি আলেমেদ্বীন হযরত মাJলানা আ: হালিম হোসাইনী (রা:) সাহেবের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গুলি J জীবনের বিভিন্ন গঠনা বলি শ্রবণে এবং তার ছোট বোনের জামাতা মানিকখালী দারুসুন্নাত দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার জনাব মৌলানা আ: ছাত্তার আজাদ সাহেবের প্রতিষ্টিত প্রতিষ্ঠান দেখে একটি দ্বীনি প্রতিষ্ঠান গড়ার মনোবাসনা জাগে । এরি প্রেক্ষিতে ছাত্র জীবন সমাপ্তির পর অত্র প্রতিষ্ঠানটি গড়তে জনাব মো: সিরাজ উদ্দিন মেম্বার সাহেব, জনাব মো: মফিজ উদ্দিন সাহেব, জনাব মো: তাহের উদ্দিন সাহেব, জনাব মো: আনোয়ার উদ্দিন সাহেব, জনাব মো: আ: হক সাহেবের নেতৃত্বে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ কে নিয়ে দফায় দফায় বৈঠক করে কিশোরগঞ্জ সদরের টুটিয়ারচর নিবাসী হযরত মাJলানা মো: সিদ্দিক সাহেবের ( যিনি বহু মাদ্রাসা J স্কুল প্রতিষ্ঠায় সহযোগীতা J পরামর্শ দিয়েছেন এবং নিজের বাড়ীতে একটি দাখিল মাদ্রাসা ,একটি মাধ্যমিক বিদ্যালয় J একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছেন) পরামর্শে J দিক নির্দেশনায় উনি উনার আব্বা বিশিষ্ট শিক্ষানুরাগী সামাজ সেবক হাফেজ মৌলানা মো: নুরুজ্জামান সাহেব হতে (২৬,৩২ দাগে যার মধ্যে দাতাদর বসত বাড়ী অবস্থিত বসত বাড়ীর মায়া ত্যাগ করে বাড়ীতে দাতার নামে যা জায়গা ছিল সমস্ত জায়গা মাদ্রাসার নামে লিখে দেন) কায়েস্থ পল্লী মৌজা হতে .৭০ শতাংশ J পেড়াকান্দী মৌজা হতে .৩০ শতাংশ মোট ১০০ শতাংশ জমি মাদ্রাসার নামে রেজিষ্টেশন করে J মাদ্রাসার নাম সর্ব সম্মতিক্রমে সাইফুন্নাহার জামান আল হাদী বালিকা দাখিল মাদ্রাসা সাব্যস্থকরে সমস্ত কাগজ পত্র তৈরী করে মাদ্রাসা শিক্ষাবোর্ডর অনুমতির জন্য গেলে অফিসের পরামর্শে ব্যক্তির নাম বাদ দিয়ে শুধু গ্রামের নামে বাইরকাদি বালিকা দাখিল মাদ্রাসা J বিধি মোতাবেক অখন্ড .৭৫ শতাংশ জমি রেজিষ্টেশন ( অখন্ড .৭৫ শতাংশ জমি দাতার না থাকায় উনি উনার বিমাতা জনাবা মোছা: রুমেজা খাতুনকে অন্যদিক দিয়ে বদল করে .১৯ শতক জমি নিয়ে ) করে বোর্ডের সমস্থ শর্ত পূরণ করে পূণরায় অনুমতির জন্য দরখাস্ত করেন এবং ০১/০১/০৩ ইং তারিখ হতে অনুমতি প্রাপ্ত হয়। যতারীতি স্বীকৃতির সমস্ত শর্ত পূরণ করায় ০১/০১/০৫ইং তারিখ হতে স্বীকৃতি প্রাপ্ত হয়। ৩১/০৫/২০১০ ইং তারিখ প্রতিষ্ঠানটি এমপিJ ভূক্ত হয় কিন্তু অজ্ঞাত কারণে আবার ১৬/০৬/২০১০ ইং তারিখ এমপি J বালিত হয়।
প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
ছবি |
নাম |
মোবাইল নং |
ই-মেইল |
---|
![]() |
|
|
|
অন্যান্য শিক্ষকদের তালিকা
ছবি |
নাম |
মোবাইল নং |
ই-মেইল |
---|
![]() |
|
|
|
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
এবতেদায়ী:১ম শ্রেণী ছাত্রী-৫৮ জন
২য় ,, ,, ৫৪ জন
৩য় ,, ,, ৩৮জন
৪র্থ ,, ,, ৩১ জন
৫ম ,, ,, ২৮ জন
মোট= ২০৯ জন
দাখিল: ৬ষ্ট শ্রেণী ছাত্রী-২৯ জন
৭ম ,, ,, ২৫ জন
৮ম ,, ,, ২৫ জন
৯ম ,, ,, ১৪ জন
১০ম ,, ,, ২১ জন
মোট= ১১৪ জন
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
জনাব সরকার শাহাব উদ্দীন আহমেদ - সভাপতি
(ডেপুটি কমান্ডার কটিয়াদী কমান্ড )
জনাব হাফেজ মৌলানা মো: নুরুজ্জামান দাতা সদস্য
জনাব মো: সিরাজ উদ্দিন অভিভাবক সদস্য
জনাব মো: তাহের উদ্দিন অভিভাবক সদস্য
জনাব মো: উজ্জল অভিভাবক সদস্য
জনাব মো: জমসেদ উদ্দিন অভিভাবক সদস্য
জনাবা মোছা: কমলা খাতুন অভিভাবক সদস্য
জনাব মৌলানা মো: রফিকুল ইসলাম শিক্ষক প্রতিনিধি
জনাবা মোছা: হোছনেআরা শিক্ষক প্রতিনিধি
জনাব মো: শJকত হোসেন শিক্ষক প্রতিনিধি
জনাব মৌলানা মো: ফারুকে আজম প্রতিষ্ঠাতা /সম্পাদক
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
ক) পঞ্ঝম শ্রেণী
২০১০ সালে মোট পরীক্ষার্থী সংখ্যা- ১৫ জন
উত্তীর্ণ সংখ্যা ০৭জন।
২০১১ সালে মোট পরীক্ষার্থী সংখ্যা- ২০ জন।
উত্তীর্ণ সংখ্যা- ১৫ জন।
দাখিল
সন পরীক্ষার্থী পাশের সংখ্যা গড়
২০০৭ইং ১৮ ৮
২০০৮ইং ১০ ৮
২০০৯ইং ২৬ ২২
২০১০ইং ১৯ ৪
২০১১ইং ২০ ১৩
শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
বিগত ৫ বছরে কোন বৃত্তি পাই নাই।
অর্জন
অত্র মাদ্রাসা হতে অধ্যয়ন শেষে উচ্চ ডিগ্রিতে অধ্যয়ন করিতেছে একজন ছাত্রী সরকারী গুরুদয়াল কলেজে ও একজন সরকারী মহিলা মাদ্রাসা কলেজে। এছাড়া অত্র মাদ্রাসা হতে বিভিন্ন সরকারী প্রাইমারী স্কুলে সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছে।
ভবিষৎ পরিকল্পনা
অত্র মাদ্রাসাটি কটিয়াদী উপজেলাধীন ১নং বনগ্রাম ইউনিয়নে একমাত্র নারী শিক্ষাকার উন্নয়নে মহিলাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান সরকারের অঙ্গীকারে শিক্ষানীতির সাথে মাদ্রাসা শিক্ষাকে যোগোপযোগী করা। সেই লক্ষে বর্তমান সরকার ডিজিটাল বাংলদেশ গড়ার লক্ষ্যে এবতেদায়ী হইতে কামিল শ্রেণী পর্যন্ত সমমর্যাদা দিয়ে মানসম্মত শিক্ষাদান , কারিগরি শিক্ষা, কম্পিউটার শিক্ষা সহ দেশ ও জাতিকে বিশ্বের সাথে তালমিলিয়ে মাদ্রাসা শিক্ষার প্রতি সুনজর দিচ্ছে। সেই সাথে মাদ্রাসা পরিচালা কমিটি ও শিক্ষক /শিক্ষার্থী /অভিভাবক সমন্বয়ে শিক্ষার গুনগত মান উন্নয়ন করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
যোগাযোগ
ইমেইল: bairkadibalikadakhilmadrasah@yahoo.com
মোবাইল: ০১৭১৬-৩৩৫৩১