কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলাধীন ৭নং মসূয়া ইউনিয়নে মাদ্রাসাটির অবস্থান। অত্র মাদ্রাসাটি উপজেলা সদর হতে ৮ কিলোমিটার পশ্চিমে পং মসূয়া গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত।
১৯৫৫ সালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে এলাকায় একটি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সাল পর্যন্ত এটি ফুরকানিয়া হিসাবে চালু ছিল। ১৯৮৪ইং সনে এতে এবতেদায়ী শাখা চালু হয় এবং ১৯৯৩ইং সনে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোঃ ফরিদ মিয়া সাহেব এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্ঠায় দাখিল স্তরে উন্নীত হয়।মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ১৯৯৫ইং সনে স্বীকৃতি প্রাপ্ত হয়। মাদ্রাসাটি ২০০২ ইং সালে সরকারী ভাবে এমপিও ভুক্ত হয় এবং ২০১২ ইং সনে বিজ্ঞান খোলার অনুমতি লাভ করে।
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০০৭ | দাখিল | ১৯ | ১১ | ৫৮% |
২০০৮ | দাখিল | ২১ | ১৩ | ৬২% |
২০০৯ | দাখিল | ২০ | ১৭ | ৮৫% |
২০১০ | দাখিল | ২২ | ১৫ | ৬৯% |
২০১১ | দাখিল | ৩১ | ২৬ | ৮৪% |
অত্র শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে পরবর্তীতে উচ্চ শিক্ষা শেষ বিভিন্ প্রতিষ্ঠানের প্রধানসহ সরকারী ও বেসরকারী গুরুত্বপুর্ণ পদে কর্মরত আছেন।
শিক্ষা প্রতিষ্ঠানকে যুগোপযোগী করে সম্পূর্ণ রূপে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা। নারী শিক্ষাকে যুগের সাথে তাল মিলিয়ে নারী শিক্ষাকে উন্নত করা। মান সম্পন্ন শিক্ষাদান সহ কম্পিউটার শিক্ষা,কারিগরী ভোকেশনাল শিক্ষা স্থাপন করা। শিক্ষার্থীদেরকে আত্ননির্ভরশীল জাতি গঠনে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা। মাদ্রাসাটিকে আলিম স্তরে উন্নীত করার পরিকল্পনা রহিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস