কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলাধীন ৪নং চান্দপুর ইউনিয়নের মধ্যস্থলে মানিকখালী রেল স্টেশন সংলগ্ন প্রায় ৫০০ গজ পূর্ব দিকে বড় রাস্তার পার্শ্বে মনোরম স্থানে মাদ্রাসাটি অবস্থিত।
|
ভারত উপমহাদেশের বিখ্যাত পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান, হাজীউল হারামাইন ওয়াশ শরীফাইন, শাহ সূফী আলহাজ্ব ওয়াল হাফেজ হযরত মাওঃ আঃ রহমান হানাফী (রঃ) সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ,মুরাদ নগর,কুমিল্লা –এর সুযোগ্য সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওঃ আবু বকর মোঃ শামছুল হুদা পীর সাহেব ১৯৭৫ সালে অত্র চান্দপুর ইউনিয়নে হাজী বাড়ী ঈদগাহ ময়দানে এক ইসলামী মহাসম্মেলনে তাশরীফ আনয়ন করেন । অতঃপর তিনি জানিতে পারেন অত্র এলাকায় ১০ কিলোমিটারের মধ্যে কোন দ্বীনি প্রতিষ্ঠান নাই। বিধায় উক্ত মহাসম্মেলনে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য প্রস্তাব পেশ করেন। তাহারি পরামর্শে ১৯৮১ সালে তাহার বিশিষ্ট খলীফা আলহাজ্ব মুফতি মাওঃ আঃ ছাত্তার আজাদ-এর পিতা মরহুম আঃ রশিদ ভূঞা এবং মাতা রহিমা খাতুন সমন্বয়ে ১.৬৪ একর জমি মানিকখালী চান্দপুর দারুচ্ছুন্নাত কমপ্লেক্স –এর বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দান করেন। যার অংগ প্রতিষ্ঠান গুলো হলো দারুচ্ছালাম জামে মসজিদ, ফরিদুজ্জমান এতিমখানা,রহিমা খাতুন বালিকা এতিমখানা,শামছুল হুদা খানকা শরীফ,রহিমা খাতুন বালিকা মাদ্রাসা ও মানিকখালী চান্দপুর পূর্বপাড়া দারুচ্ছুন্নাত রাহমানিয়া দাখিল মাদ্রাসা। দাখিল মাদ্রাসাটি উল্লেখিত মাওঃ সাহেবের দাদা পীর মরহুম আঃ রহমান সাহেবের নামানুযায়ী দারুচ্ছন্নাত রাহমানিয়া নামকরণ করা হয়। উল্লেখিত মাওঃ সাহেবের অক্লান্ত পরিশ্রমে উক্ত প্রতিষ্ঠান গুলি প্রতিষ্ঠিত হয় এবং অদ্যাবধি প্রতিষ্ঠান গুলো সুচারুপে পরিচালনার দায়িত্ব পালন করিয়া আসিতেছেন। আরো উল্লেখ্য যে, উক্ত প্রতিষ্ঠান গুলোর প্রাঙ্গনে প্রতিষ্ঠা লগ্ন হইতে প্রতি বছর ঐতিহাসিক বাৎসরিক ওয়াজ ও ইছালে সওয়াবের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে এবং উহাতে ভারত উপমাহদেশের প্রখ্যাত পীর মাশায়েখগণ তাশরীফ আনয়ন করেন ও যাহাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করিয়া থাকেন। এতে ইলমে শরীয়ত ও ইলমে মারেফাতের বিশদ ব্যাখ্যা ও শিক্ষনীয় বিষয় আলোচনা করা হয় এবং জিন্দা ও মুর্দা সকল মুসলমানদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। মাদ্রাসাটি ০১-০১-১৯৮৫ইং সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক মুঞ্জুরী প্রাপ্ত হয় এবং জনবহুল,বিস্তির্ণ পল্লী এলাকায় ইসলামী শিক্ষা বিস্তারে ব্যপক ভূমিকা পালন করিয়া আসিতেছে।
|
শ্রেণি | মোট |
১ম | ১০০ |
২য় | ৫৪ |
৩য় | ৪০ |
৪থ | ৩৫ |
৫ম | ৫৬ |
৬ষ্ট | ৫৪ |
৭ম | ২৫ |
৮ম | ২৯ |
৯ম | ১৭ |
১০ম | ২৬ |
|
|
নাম | পদবী |
| |
আলহাজ্বডাঃআবুআহম্মেদ | সভাপতি |
| |
মাওঃআঃসাত্তারআজাদ সুপারঅত্রমাদ্রাসা | সম্পাদক |
| |
হোসাইনমোঃআঃছালাম | প্রতিষ্ঠাতা সদস্য |
| |
রহিমাথাতুন | স্থানদাতা সদস্য |
| |
মোঃআঃরহিম | অভিভাবক সদস্য |
| |
মোঃআঃকুদ্দুছভূঞা | অভিভাবক সদস্য |
| |
ছাইদুর রহমান | অভিভাবক সদস্য |
| |
ছেলুভূঞা | অভিভাবক সদস্য |
| |
হেলেনাআক্তার | অভিভাবক মহিলা সদস্য | ||
আঃকাইয়ুমভূঞা | শিক্ষক প্রতিনিধি | ||
আফতাবউদ্দিন | শিক্ষক প্রতিনিধি | ||
বিলকিছবেগম | মহিলা শিক্ষক প্রতিনিধি | ||
মোস্তফাকামালনান্দু | বিদ্যুৎসাহী |
পরীক্ষার নাম | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০১০ | ইবতেদায়ী সমাপনী | ১৫ | ৫ | ৩৪% |
২০১১ | ইবতেদায়ী সমাপনী | ৩৯ | ৩৯ | ১০০% |
২০১০ | জে ডি সি | ৩৪ | ২৬ | ৭৭% |
২০১১ | জে ডি সি | ২৫ | ১৮ | ৭২% |
|
|
|
|
|
বিগত পাঁচ বছরে কোন বৃত্তি পায় নাই।
|
অত্র প্রতিষ্ঠানে দাখিল পাশ করিয়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী উচ্চ পদস্থ চাকুরীতে কর্মরত আছেন।
|
অত্র মাদ্রাসাটিকে ভবিষ্যতে আলিম ও ফাজিল স্তরে উন্নীত করার পরিকল্পনা রহিয়াছে।
|
গ্রামঃ চান্দুপুর পূবপাড়া,ডাকঘরঃ মানিকখালী,পোঃ কোডঃ ২৩৩০,
উপজেলাঃ কটিয়াদী,জেলাঃ কিশোরগঞ্জ।
manikkhalicpdsradrasah@yahoo.com
EIIN : 110421; Madrasah Code : 12310.
01726-300727.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস