সংক্ষিপ্তবর্ণনা
বিদ্যালয়টি কটিয়াদী উপজেলাধীন জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামে অবস্থিত।এটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।অখণ্ড ৪৯.৫শতাংশ জমি ও১২টিকক্ষ, ১১জন সহকারী শিক্ষক, শূন্য জন অফিস সহকারী ও ১জন এমএলএসএস রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৭৩০জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে।
ইতিহাস
বৃটিশ বর্ষ থেকে দীর্ঘদিন যাবৎ অএ এলাকার জনগন ছিল মিক্ষার দিক দিয়ে অবহেলিত। তাই অএ এলাকার কিছু সংখ্যক ব্যক্তিবর্গ শিক্ষার গুরুত্ব অনুধাবন করত তাদের সম্বিলিত প্রচেষ্টায় ১৯৩৮ সালে অএ এলাকায় ১টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার নাম দেন চরঝাকালিয়া প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে বিদ্যালয়টি সরকারী করন করা হয়। ১৯৩৮ সাল থেকে শুরু করে আজ অবদি পর্যন্ত বিদ্যালয়টি বিশেষ সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি ধাপে ধাপে পূণ:নির্মান হয় ১৯৭৮,১৯৯৪,২০০৩,২০০৭ সালে। বর্তমানে অএ ৭৮নং চরঝাকালিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ১১জন শিক্ষক শিক্ষিকা কর্মরত এবং ১২টি সুসজ্জিত কক্ষ, ১টি রিসোর্স সেন্টার এবং ৭৩০ জন ছাএ/ছাত্রী অধ্যায়নরত আছে।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
প্রাক | ১৭ | ২৪ | ৪১ |
১ম | ৯১ | ৬৫ | ১৫৫ |
২য় | ৬৮ | ৬৬ | ১৩৪ |
৩য় | ৫৯ | ৬৯ | ১২৮ |
৪য় | ৬৬ | ৯০ | ১৫৬ |
৫ম | ৫৩ | ৬৩ | ১১৬ |
মোট | ৩৫৪ | ৩৮৬ | ৭৩০ |
ক্রমিকনং | নাম | পদবী | মোবাইলনম্বর |
| এডহক কমিটি |
|
|
পরীক্ষারবছর | মোটপরীক্ষার্থী | উত্তীর্ণপরীক্ষার্থীরসংখ্যা | পাশেরহার |
২০০৮ | ৬৩ | ৫৩ | ৮৪ |
২০০৯ | ৭৭ | ৪৫ | ৭৩ |
২০১০ | ৯৬ | ৬৪ | ৬৭ |
২০১১ | ৯২ | ৭৭ | ৮৪ |
২০১২ | ৭৭ | ৭৭ | ১০০ |
৫মশ্রেণী
পরিক্ষারবছর | টেলেন্টপুল/গোল্ডেনএ+ | সাধারণ/এ+ | মোট |
২০০৮ | - | ৩ | ৩ |
২০০৯ | ৩ | ২ | ৫ |
২০১০ | ৩ | - | ৩ |
২০১১ | ১ | ৩ | ৪ |
২০১২ | ৩ | ৪ | ৭ |
মাধ্যমিক বিদ্যালয় উন্নতি করা।
০১৭৩৪২২২৪৫৮
শ্রেণি | মেধাবীছাত্র | মেধাবীছাত্রী | সর্বমোট |
১ম | ৪ | ৬ | ১০ |
২য় | ৬ | ৮ | ১৪ |
৩য় | ১০ | ১০ | ২০ |
৪র্থ | ১২ | ৮ | ২০ |
৫ম | ৮ | ১২ | ২০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস