বিদ্যালয়টি কটিয়াদী উপজেলাধীন হাসার কান্দা গ্রামে অবস্থিত। এটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অখন্ড ৩৩ শতাংশ জমি ও ৬টি কক্ষ, ৫জন সহকারী শিক্ষক রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৩৩০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে।
১৯৩৮ সালে এলাকাবাসীর উদ্যোগে খামার নখলায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫ সালে ঝড়ে বিদ্যালয়টি পড়ে যুওয়ার পর মৃত জনাব মুক্তার উদ্দিন খান বর্তমান আতখলা গ্রামে জায়গাটি দান করায় একটি টিনের ঘরে বিদ্যালয়টি পূণঃরায় চালু হয়। ১৯৭৩ সালে জাতীয় করণের পর ১৯৯৫-১৯৯৬ সালে ১ম বিল্ডিংটি নির্মিত হয়। ২০০৫-২০০৬ অর্থ বছরে পি ই ডি পি-২ এর আওতায় দ্বিতীয় বিল্ডিংটি মির্মিত হয়।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
শিশু শ্রেণি | - | - | - |
১ম | ৫০ | ৪৫ | ৯৫ |
২য় | ৪৬ | ৩৫ | ৮১ |
৩য় | ৩৫ | ৩৫ | ৭০ |
৪র্থ | ২৬ | ২৮ | ৫৪ |
১৬ | ১৪ | ৩০ | ২৮ |
মোট | ১৭৩ | ১৫৭ | ৩৩০ |
৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি দ্বারা পরিচালিত
২০০৮ | ১৪ | ১৪ | ১০০% |
২০০৯ | ১৭ | ১৫ | ৮৮% |
২০১০ | ১৮ | ১৬ | ৮৯% |
২০১১ | ২৬ | ২২ | ৮৫% |
২০১২ | ২৭ | ২৭ | ১০০% |
পরীক্ষার বছর | টেলেন্টপুল/গোলেডন এ + | সাধারণ/এ + | মোট |
২০০৫ | - | ১ | ১ |
২০১০ | - | ১ | ১ |
২০১২ | - | ২ | ২ |
বিদ্যালয়টিকে উত্তোরোত্তোর উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ১ম শ্রেণিতে ভর্তিকৃত প্রতিটি শিক্ষার্থীকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করানো এবং সম্মানজনক পাশ করানো।
উপজেলা সদর থেকে সি এন জি চালিত অটোরিক্সা যোগে ১০ কি.মি. গেলে গচিহাটা। যেখান থেকে করগাঁও রোডে পিকআপ যোগে ৩ কি. মি. গেলে রাসত্মার পাশে অবস্থিত।
শ্রেণি | মেধাবী ছাত্র | মেধাবী ছাত্রী | সর্বমোট |
১ম | - | ০৪ | ০৪ |
২য় | ০২ | ০১ | ০৩ |
৩য় | ০১ | - | ০১ |
৪র্থ | ০১ | ০১ | ০২ |
৫ম | ০১ | ০২ | ০৩ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস