অত্র মাদ্রাসাটি উপজেলা সদর হইতে ১৮ কিলোমিটার উত্তর দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহা সড়ক সংলগ্ন নান্দলা হইতে পূর্বদিকে ৪ কিলোমিটার দূরে সুন্দর ও মনোরম পরিবেশে মাদ্রাসাটি অবস্থিত। মাদ্রাসার ভবন সমূহ: ক) ১৮×১৩ = ১০১৪ বর্গফুট, সেমি পাকা। খ) ২৪×১২=২৮৮ বর্গফুট, সেমি পাকা। গ) ৩০×১৫=৪৫০ বর্গফুট, সেমি পাকা। ঘ) ৪৫×১৪=৬৩০ বর্গফুট , টিন সেড। |
প্রতিষ্ঠানটি ১৯৮৪ সনে ইবতেদায়ী মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৭ সনে দাখিল মাদ্রাসায় রুপান্তরিত হয়। এলাকার একমাত্র ইসলামী শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অত্র এলাকার স্বনামধন্য বিদ্যানুরাগী জনাব মো: আবুল হাসেম লাল মিয়া ো তার সহোদর দুই ভাই জনাব আবদুল মান্নান ও মোহাম্মদ ইব্রাহিম খলিলকে নিয়ে তার মরহুম পিতার নামে নিজস্ব অর্থায়নে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। মাদ্রাসাটি ০১/০১/১৯৮৮ সনে সরকারী অনুমতি প্রাপ্ত হয়, ০১/০১/১৯৯৪ সনে একাডেমিক স্বীকৃতি পায় এবং ০১/০৬/১৯৯৫ইং তারিখ হইতে এম.পি.ও ভূক্ত হয়। |
নিয়মিত মাদ্রাসা পরিচালনা কমিটি শুরু হওয়ার তারিখ ২১/০৪/২০১০খ্রি: হইতে ২০/০৪/২০১২খ্রি: পর্যন্ত। |
ক) ২০১০ খ্রি: সনের ৮ম শ্রেণির মোট পরীক্ষার্থীর সঙখ্যা ৩২ জন পাশ করেছে ২৮ জন। ২০১০ খ্রি: ৫ম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৫জন, পাশ করেছে ৩৫ জন। খ) ২০১১খ্রি: সনের ৮ম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩২ জন, পাশ করেছে ২৭ জন। ২০১১ খ্রি: সনের ৫ম শ্রেণির মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫জন, পাশ করেছে ২৫ জন। |
বিগত পাঁচ বছরে ৩জন বৃত্তি পেয়েছে। |
অত্র মাদ্রাসা হতে অধ্যয়ন শেষে উচ্চ ডিগ্রী লাভ করে ছাত্র/ছাত্রীরা বিভিন্ন ব্যাংকে, অফিস আদালত, বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা ও মসজিদের ইমামতি করে দেশও জাতির কল্যাণে নিয়োজিত রয়েছেন। |
অত্র মাদ্রাসাটি কটিয়াদী উপজেলার উত্তর দিকের শেষপ্রান্তে শিমুহা নেহারদিয়া গ্রামের একমাত্র ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে সরকারের অঙ্গিকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়ানো ও মানসম্মত শিক্ষা দান, কারিগরি শিক্ষা, কম্পিউটার শিক্ষা সহ দেশ ও জাতিকে আত্ম নির্ভরশীল হিসাবে গড়ার জন্য মাদ্রাসার পরিচালনা কমিটি ও শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সমন্বয়ে শিক্ষার গুনগত মান উন্নয়ন করার জন্য উদ্যোগ নেওয়া হইয়াছে। |
s.a.m.dakhilmadrasah@yahoo.com ০১৭১২-৪০৭৭৫২। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস