কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলাধীন লোহাজুরী ইউনিয়নের একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। উপজেলা সদর থেকে ১০ কি.মি: দক্ষিণে অজপাড়া গায়ে দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় বিদ্যালয়টি অবস্থিত। একমাত্র একতলা ফ্যাসিলিটি ভবন ব্যতিত ৭ টি শ্রেণী কক্ষ একটি বিজ্ঞান ভবন শিক্ষক মিলনায়তন প্রধান শিক্ষকের অফিস অর্ধপাকা পুরাতন মেরামত যোগ্য ভবন। শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ রয়েছে। বিদ্যালয়ের নিজস্ব ভুমির পরিমাণ এক একর হলে ও বেশ কিছু ভূমি কতিপয় স্বার্থন্বেষী প্রভাব শালীদের জবর দখলে রয়েছে যা সরকারী প্রশাসনিক সহাযতা ছাড়া উদ্ধার করা সম্ভব নয়। অত্র বিদ্যালয়ে বর্তমানে এক সিফটে সহ শিক্ষা চালু রয়েছে।
লোহাজুরী ইউনিয়নে কোন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ছেলে মেয়েদের শিক্ষিত করার চিন্তা করে এলাকার গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ অত্র এলাকায় একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহন করেণ। এই উদ্যোগের প্রেক্ষিতে অত্র অঞ্চলের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মরহুম জনাব এলাহী বক্সের ৫ পুত্র যথাক্রমে জনাব মোহাম্মদ আলী, জনাব আহাম্মদ আলী, জনাব সুন্দর আলী, জনাব আব্দুর রশীদ ও জনাব আতিকুর রহমান বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয় ভূমি দান করেণ। ০১/০১/১৯৬৭ ইং সনে উক্ত ভূমিতে কাঁচা ঘর নির্মান করে দরিদ্র এলাকাবাসীর সহায়তায় বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ০১/০১/১৯৭৩ ইং সনে ১ম স্বীকৃতি ও ৯ম শ্রেণী খোলার অনুমতি লাভ করে। পরবর্তীতে ০১/০১/১৯৮০ সনে বিজ্ঞান বিভাগ ও ০১/০১/১৯৮১ সনে বানিজ্য বিভাগ খোলার অনুমতি পায়। ০১/০৬/১৯৮৪ ইং সনে বিদ্যালয়টি এম পি ও ভূক্ত হয়। ০১/০১/২০১১ সনে কৃষি বিষয়ে খোলার অনুমতি লাভ করে।বিদ্যালয়ের সর্বশেষ স্বীকৃতির মেয়াদ উত্তীর্ণের তারিখ ৩১/১২/২০১৩ ইং।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | জনাব এডভোকেট নূরুজ্জামান ইকবাল | সভাপতি |
২ | মো: সাবাজ মিয়া | অভিভাবক সদস্য |
৩ | মো: গোফরানুল আবেদীন | অভিভাবক সদস্য |
৪ | মো: সাদ আহাম্মদ | অভিভাবক সদস্য |
৫ | শেখ আবুল কাশেম | অভিভাবক সদস্য |
৬ | মো: আতিকুর রহমান | দাতা সদস্য |
৭ | মো: আবদুল ওয়াদুদ | শিক্ষক প্রতিনিধি |
৮ | পারভিন আক্তার | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
৯ | মোশারফ হোসেন | শিক্ষক প্রতিনিধি |
১০ | শাহ্ মো: আনোয়ার হোসেন | প্রধান শিক্ষক/সম্পাদক |
৫বছরের ফলাফল এস.এস.সি
পরীক্ষার বছর | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
২০০৯ | ১৫ | ০৫ | ৩৩% |
২০১০ | ২৯ | ২০ | ৬৮% |
২০১১ | ৪০ | ২৮ | ৭০% |
২০১২ | ৩০ | ২৮ | ৯৩% |
২০১৩ | ৩২ | ৩১ | ৯৬% |
৮ম শ্রেণী
পরিক্ষার বছর | টেলেন্টপুল/গোল্ডেন এ+ | সাধারণ/ এ+ | মোট |
২০১৩ ইং | ০২ | ০৩ | ০৫ |
অত্র বিদ্যালয় থেকে বিভিন্ন বৎসরে এসএসসি পাস করার পর নিম্ন লিখিত ব্যক্তিবর্গ স্বস্বপদে থেকে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন ।
১। মো: শহিদুল ইসলাম /৯৫ইং বি সি এস শিক্ষা আনন্দ মোহন সরকারী কলেজ
ময়মনসিংহ।
২। মো: তাহের উদ্দিন /৯৫ইং বি সি এস শিক্ষা মেলান্দহ সরকারী কলেজ জামালপুর।
৩। মো: হারুন অর-রশীদ /৮৩ইং প্রভাষক কটিয়াদী ডিগ্রি কলেজ।
৪। মো: জাহিদুল ইসলাম /৯৪ইং ফ্লাইট অপারেশন অফিসার অপারেশন কন্টো্রল
বাংলাদেশ এয়ার লাইন্স।
৫। মো: আ: জলিল আফ্রাদ এডভোকেট জর্জ কোর্ট ঢাকা।
৬। মো: নূরুজ্জামান ইকবাল /৯৩ইং সাংবাদিক বি. টি. বি।
৭।মো: আব্দুল কাইয়ূম প্রধান শিক্ষক ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা।
৮। মো: কামরুজ্জামান কম্পিউটার বিজ্ঞান শিক্ষক রেসিডেন্সিয়াল মডেল স্কুল ঢাকা।
৯। মো: সানাউল্লাহ্ বি এস সি ইঞ্জিনিয়ার বিদু্যৎ বিভাগ ঢকা।
১০। মো: মোফাজ্জল হোসেন মেরিন ইঞ্জিনিয়ার বাংলাদেশ নৌ বাহিনী।
১১। এ কে এম ফজলুল হক প্রিন্সিপাল কারিগরী কলেজ কটিয়াদী।
১২। মো: আনিসুর রহমান অফিসার ইনচার্জ ব্রাক ব্যাংক ঢাকা।
১৩। মো: আসাদউল্লাহ্ /৯৭ইং সিনিয়র অফিসার জনতা ব্যাংক বাজিতপুর।
১৪।রায়হানূর আবেদীন বি.টি.বি (ইঞ্জিনিয়ার)প্রকোশলী।
১৫। জুবায়ের ইসলাম (লিটন) প্রভাষক কমার্স কলেজ ঢাকা।
১৬। নাসের আহাম্মদ ভূঞাঁ সাংবাদিক দৈনিক প্রথম আলো।
শিক্ষার গুনগত মান উন্নয়ন, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, শিক্ষকদের আরো প্রশিক্ষিত করা, একাডেমিক ভবন সমপ্রসারন, সীমানা প্রাচীর নির্মান।
উপজেলা শিক্ষা অফিস থেকে স্কুল পর্যন্ত মটর সাইকেল,সি.এন.জি,রিক্সা চলাচলের ব্যবস্থা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস