০১/০১/১৯৭২ সালে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা বৈরাগীরচর গ্রামে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয়ের পূর্ব দিকে বৈরাগীরচর বাজার পশ্চিম দিকে কাজিরচর গ্রাম উত্তর দিকে চরআলগী গ্রাম এবং দক্ষিণ দিকে আড়িয়াল খাঁ নদী। বিদ্যালয়ে ০৮ জন শিক্ষক, একজন সহকারী গ্রন্থাগার, একজন তৃতীয় শ্রেণি ও দুইজন চতুর্থ শ্রেণি কর্মচারী রয়েছে। বিদ্যালয়ের একটি বড় খেলার মাঠ ও একটি পুকুর আছে।
১৯৭১ সালে ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীন বাংলাদেশের রাস্তা ঘাট, স্কুল ও কলেজ অনেক কিছু বিনষ্ট হয়ে যায়। যুদ্ধ বিধ্বস্থ বাংলাদেশকে পূনঃগঠনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান প্রতিটি গ্রামে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য নির্দেশ দেন। সেই লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার সর্ব দক্ষিনে বৈরাগীর গ্রামে আড়িয়াল খাঁ নদীর উত্তর তীরে বৈরাগীরচর ও আশেপাশের গ্রামের সুধী জন এবং কিশোরগঞ্জ জেলার সাব সেক্টর কমান্ডার মেজর মতিউর রহমানের নেতৃত্বে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। দুইবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য প্রফেসর আলহাজ্ব ডাঃ এম,এ মান্নান, উপমহাদেশের প্রখ্যাত নিওরোলজিষ্ট এর জন্মস্থান ।
ক্রমিক নং নাম পদবী মোবাইল নম্বর ০১. আলহাজ্ব অধ্যাপক ডাঃ এম,এ মান্নান এমপি সভাপতি 01711549955 ০২ জনাব স্বপন কুমার ভৌমিক শিক্ষা প্রতিনিধি 01746713074 ০৩. এ.এ.এম.কামরুল আহসান ঐ 01917229168 ০৪ মাহমুদা ইয়াসমিন সংরক্ষিত মহিলা শিক্ষা প্র্রতিনিধি 0175167712 ০৫. মোঃ আলা উদ্দিন অভিবাক সদস্য 01726061735 ০৬. মোঃ আবুল কালাম আজাদ ঐ 01716510755 ০৭. ফয়েজ উদ্দিন ঐ 019285710 ০৮. মস্তুফা কামাল ঐ 01710347192 ০৯. শুন্য ১০. শূন্য ১১. মোঃ আহাদুজ্জামান 0155230523 ১২. মোঃ মজিবুর ররহমান প্রতিষ্ঠিাতা সদস্য ১৩. প্রধান শিক্ষা সদস্য সচিব 01718667759
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস