উপজেলা সদরে পৌর এলাকার প্রাণকেন্দ্রে বাসষ্ট্যান্ডের সামান্য পশ্চিম দিকে কটিয়াদী-মঠখলা রোডের পাশে অবস্থিত। কলেজটি উপজেলায় একমাত্র উচ্চতর নারী শিক্ষা প্রতিষ্ঠান৷কলেজটি অখন্ড ৫৫শতাংশ জমি ও ২৪ টি কক্ষ, ৩৩জন শিক্ষক, ০৩জন অফিস সহকারী,১০ জন এমএলএস রয়েছে দক্ষিণমুখী ১টি একতলা প্রশাসনিক ভবন ও ২টি তিনতলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং খোলা মাঠসহ পাকা প্রাচীর ব্যষ্টিত মনোরম ক্যাম্পাস৷
কটিয়াদীর কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, নারী শিক্ষার অগ্রদূত, আন্তর্জvতিক খ্যাতি সম্পন্ন সণায়ুরোগ wবশেষজ্ঞ আলহাজ্ব প্রফেসর ডাঃ এম. এ. মান্নান ১৯৯৩ সনে ০.৫০ একর জমি, একটি একতলা ও একটি দোতলা ভবনসহ ২১,৪০,০০০/= (একুশ লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র) মূল্যের সম্পদ দান করে এলাকার মেয়েদের উচ্চ শিক্ষার দ্বার উন্মোচনের লক্ষ্যে এই কলেজ প্রতিষ্ঠা করেন৷ ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা এবং পরবর্তী শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান শুরম্ন হয়। ০১ জুলাই, ১৯৯৫ হতে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত । ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে চালু হয় বিএ (পাস), ২০০০-০১ শিক্ষাবর্ষে বিএসএস (পাস), ২০০৯-১০ শিক্ষাবর্ষে বিবিএস (পাস) †কার্সএবং ২০১১-১২ শিক্ষাবর্ষে চালু হয় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সণাতক সম্মান কোর্স। ২০০০-০১ অর্থ বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক একটি ত্রিতল একাডেমিক ভবন নির্মিত হয়। কলেজ ক্যাম্পাস সম্প্রসারণের জন্য ২০১১-১২ অর্থ বছরে কলেজের নিজস্ব তহবিল থেকে ২২,০০,০০০/- (বাইশ শিক্ষাটাকা মাত্র) মূল্যের জমি ক্রয় করা হয়। ২০০৫ সাল হতে উচ্চ মাধ্যমিক ও ২০০৯ সাল হতে সণাতক পাস পরীক্ষা কেন্দ্র স্থাপিত হয়।
(ক) সভাপতি-আলহাজ্ব প্রফেসর ডাঃ এম.এ.মান্নান (এমপি)
(খ) গঠনের তারিখঃ ১৯/০২/২০১২
(গ) মেয়াদ উত্তীর্ণের তারিখঃ ১৮/০২/২০১৫
(ঘ) কমিটির ধরণঃ নিয়মিত গভর্নিং বডি
২০০৬ সালে সণাতক পাস পরক্ষায়জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ১১তম স্থান অর্জন। ২০১০ সালে আমত্মঃ কলেজ ব্যাডমিন্টন (দ্বৈত) প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে রানার্স আপ। আমত্মঃ কলেজ ব্যাডমিন্টন (একক/দ্বৈত) প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়ন।
দেশের প্রথম সারির কলেজে উন্নীতকরণ এবংসমাজকর্ম, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, অর্থনীতি ও ইতিহাস বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স প্রবর্তন।
ফোন নম্বর -০৯৪২৮-৫৬০১৬
মোবাইল নম্বর-০১৭১১৬১৪২৩৫
ই-মেইল এড্রেস-dammc.ktd@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস