ঐতিহ্যবাহি আচমিতা গ্রামে মহাসড়কের পাশে প্রাকৃতিক মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত।বিদ্যালয়টি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।বিদ্যালয়টিতে বর্তমানে ১০জন সহকারি শিক্ষক, ০৩জন কর্মচারি কর্মরত আছেন।অধ্যয়নরত ছাত্রীর সংখ্যা ২৫০ জন।
১৯৬৫ খ্রিষ্টাব্দে ত্ৎকালিন জমিদার রায় বাড়ির দেয়া জমিতে আচমিতা জুনিয়র গার্লস স্কুল কথিত নাম গার্ড স্কুল নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে।পরবর্তীতে গার্ড স্কুলটি্ আচমিতা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় হিসাবে পুর্নাঙ্গ প্রতিষ্ঠা পায়।
বিদ্যালয়টি বর্তমানে চার সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে।
বিগত পাচ বছরে এস, এস,সি ও জে,এস, সি পাবলিক পরিক্ষার ফলাফল সন্তোষজনক।
মাহমুদা আক্তার কলি, রেদুয়ানা আক্তার রিমা
মেধাবী ছাত্রী হিসেবে দুই জন অষ্টম শ্রেনীতে বৃত্ত প্রাপ্ত হযেছে।পাশাপাশি খেলাধুলায় উপজেলা পর্যায়ে স্কুলের ছাত্রীরা পুরস্কৃত হযেছে।
বিদ্যালয়টি মহিলা কলেজে হিসাবে প্রতিষ্ঠিত করা।
অত্যন্ত সুগম।
মাহমুদা আক্তার তুলি, রেদুয়ানা আক্তার রিমা,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস