অত্র বিদ্যালয়টি উপজেলা সদর থেকে ৩ কি: মিটার পশ্চিমে কটিয়াদী মঠখোলা রাস্তার উত্তর পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত।
ভবন সমূহ:
ক. ২২.৮৬´৭.৬২=১৭৪.১৯ বর্গ মিটার, ১টি বিল্ডিং
খ. ২২.৮৬´৭.৬২=১৭৪.১৯ বর্গ মিটার, ১টি বিল্ডিং
গ. ২৩.৭৭´৬.০৯=১৪৪.৯০ বর্গ মিটার, ১টি টিনসেড বিল্ডিং
ঘ. ৯.৭৫´৬.০৯= ৫৯.৪০ বর্গ মিটার, ১টি টিনসেড বিল্ডিং
ঙ. ৬৪.০০´৭.৬২= ৪৮৭.৭৪ বর্গ মিটার, ১টি টিনসেড বিল্ডিং
বিল্ডিং সহ মোট ৫টি ভবন আছে।
স্বাধীনতার ঊষালগ্নে সাবেক সেনা কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা কেপ্টেন হামিদ, শিমুলিয়া, পাকুন্দিয়া, মহোদয়ের প্রস্তাবে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষকরে এলাকার মুক্তিযোদ্ধা তথা সর্বস্তরের জনসাধারণের অনু প্রেরণায়, শ্রম ও আর্থিক পৃষ্ঠপোষকতায় ১৯৭২ খ্রি: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অস্কার পুরস্কার প্রাপ্ত চলচিত্র নির্মাতা বাবু সত্যজিত রায়ের পূণ্যভুমি মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত । উল্লিখিত ব্যক্তিবর্গের মধ্যে নিম্নে কয়েকজনের নাম উল্লেখ করা হলো:
০১. মরহুম মো: আবদুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মসূয়া ইউ:পি: চেয়ারম্যান, সাবেক এস, এম, সি সভাপতি, অত্র বিদ্যালয়, সাং- বেতাল।
০২. মো: সুনাম উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়, সাং- বেতাল।
০৩. মরহুম হাছেন উদ্দিন সরকার, জমিদাতা ও প্রতিষ্ঠাতা, অত্র বিদ্যালয়, সাং- বেতাল।
০৪. মো: আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা, জমিদাতা ও প্রতিষ্ঠাতা, অত্র বিদ্যালয়, সাং- বেতাল।
০৫. মো: আবদুল আলী মাষ্টার, সাবেক এস, এম, সি সদস্য, অত্র বিদ্যালয়, সাং- বেতাল।
০৬. মো: আবদুস ছালাম ভূঞা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এস, এম, সি সহসভাপতি অত্র বিদ্যালয়, সাং- বেতাল।
০৭. মরহুম: মো: গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সহকারী প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়, সাং- বৈরাগীর চর।
০৮. মো: ইদ্রিছ আলী, সাবেক মসূয়া ইউ:পি: চেয়ারম্যান, সাবেক এস, এম, সি সহসভাপতি অত্র বিদ্যালয়, সাং- শিবেরকান্দা।
০৯. মো: আবদুল মালেক, সাং- শিবেরকান্দা।
১০. মরহুম এ, কে, এম মজিবুর রহমান, সাবেক সহ: প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়, সাং- বেতাল।
১১. মো: আবদুর রহমান, সাবেক এস, এম, সি সদস্য অত্র বিদ্যালয়, সাং-বৈরাগীর চর।
১২. মো: আবদুল কাদির, সাং- বেতাল।
১৩. মরহুম, নূর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, সাবেক দপ্তরী, অত্র বিদ্যালয়, সাং- বৈরাগীরচর।
১৪. মো: রইছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, সাবেক দপ্তরী, অত্র বিদ্যালয়, সাং- বেতাল।
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নম্বর |
১ | ডাঃ মোঃ জালাল উদ্দিন | সভাপতি | 0171294635 |
২ | মোঃ আব্দুল মতিন আকন্দ | শিক্ষকপ্রতিনিধি | 01731296031 |
৩ | মোঃ রুকুনুজ্জামান আকন্দ | ঐ | 01719787873 |
৪ | আলেয়া ফেরদৌস | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি | 01915183178 |
৫ | মোঃ আব্দুল মোনায়েম | অভিবাক সদস্য | 01713812976 |
৬ | মোঃ জালাল উদ্দিন | ঐ | 01912353878 |
৭ | মোঃ লিয়াককত আলী | ঐ | 01730970344 |
৮ | সারোয়ার জাহান বাচ্চু | ঐ | 01710093972 |
৯ | শিউলী আক্তার | সংরক্ষিত মহিলা অভিবাক সদস্য | 01197352452 |
১০ | মোঃ আবদুল মান্নান | প্রতিষ্ঠাতা সদস্য | 01712073922 |
১১ | মোঃ আদিলুজ্জামান | দাতা সদস্য | 01720902204 |
১২ | মোঃ শহীদুল্লাহ | কো-অন্ট সদস্য | 01199367266 |
১৩ | প্রধান শিক্ষক | সদস্য সচীব | 01715111172 |
পরীক্ষারবছর | মোটপরীক্ষার্থী | উত্তীর্ণপরীক্ষার্থীরসংখ্যা | পাশেরহার |
২০০৯ | ৬৩ | ২৬ | ৪১.২৭ |
২০১০ | ৬৬ | ৪৯ | ৭৪.২৪ |
২০১১ | ৮৯ | ৭৬ | ৮৫.৩৯ |
২০১২ | ১০৬ | ৯০ | ৮৪,৯১ |
২০১৩ | ৭৮ | ৬৬ | ৮৪.৬১ |
অত্র প্রতিষ্ঠানে অধ্যয়ন শেষে পরবর্তীতে উচ্চ শিক্ষা গ্রহণ করে বহু কৃতি শিক্ষার্থী দেশে বিদেশে সরকারী, বেসরকারী, আধা সরকারী এবং বিভিন্ন সংগঠনের উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত আছেন।তাদেঁর মধ্যে উল্লেখ যোগ্য হলেন-
০১. নূর মোহাম্মদ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯৭খ্রি: অনুষ্ঠিত এম, এ, ১ম পর্ব (ইংরেজি) পরীক্ষায় আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ, হতে ২য় বিভাগে ১ম স্থান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত মেধা তালিকায় ৫ম স্থান অধিকারী, বর্তমান প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়, বর্তমান সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, অত্র উপজেলা, সেক্রেটারী, কটিয়াদী থানা কমিউনিটি পুলিশিং এবং সদস্য উপেজলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, অত্র উপজেলা।
০২. মো: শরফুজ্জামান: কম্পিউটার ইঞ্জিনিয়ার, পি,এইচ,ডি, মন্টিল, কানাডায় বিশ্ববিদ্যায়ে অধ্যাপক হিসাবে কর্মরত।
০৩. মো: ওয়াছেক আল আজাদ: অষ্ট্রেলিয়ায় সরকারী পুলিশ কর্মকর্তা।
০৪. শ্রী পরমেশ চন্দ্র ভট্টাচার্য্য: এম,এ,জি অষ্ট্রেলিয়ায় কর্মরত।
০৫. মো: আবদুল হামিদ: সরকারী কলেজের অধ্যাপক।
০৬. মো: মতিউর রহমান: সরকারী কলেজের অধ্যাপক।
০৭. আলফেসানী ভূঞা: সরকারী কলেজের অধ্যাপক।
০৮. ওমাধব বণিক : এম, বি, বি, এস,
০৯. অভিজিত রায় : এম, বি, বি, এস,
১০. এ, বি, এম জালাল উদ্দিন : ডি, ভি, এম।
১১. মো: খায়রুজ্জামান : বিল্ডিং ইনস্পেক্টর, রাজউক।
১২. মো: জসিম উদ্দিন : সহকারী ব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক।
১৩. কাইকুল ইসলাম : সহকারী পরিচালক, ব্যাংলাদেশ ব্যাংক।
১৪. মো: ফজলে খোদা : এ, জি, এম, অগ্রণী ব্যাংক লি:
১৫. কবির আহম্মদ : উপ পরিচালক, বি,এ,ডি,সি।
১৬. মো: মাহবুবে খোদা : পুলিশ পরিদর্শক, (তদন্ত)
১৭. মাহমুদুল হাসান (সুমন): রিপোর্টার, এন, টি, ভি।
১৮. মো: রফিকুল ইসলাম : এম, বি, এ ম্যানেজার সেলস্, বিল্ডিং ফর ফিউচার লি:।
১৯. মো: আদিলুজ্জামান : প্রধান শিক্ষক, সংযুক্ত বেতাল ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়।
২০. আ, ন, ম, জয়নাল আবেদীন : সাবেক এস, এম, সি সভাপতি অত্র বিদ্যালয়।
২১. জসিম উদ্দিন মুকুল : সি, এ, বি, ডি, নিউজ, টুয়েন্টি-ফোর ডট কম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস