বিদ্যালয়টি কটিয়াদী উপজেলাধীন পূর্বচর গ্রামে অবস্থিত। এটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এখানে ৩৫ শতাংশ জমি ও ০৬ টি কক্ষ, ০৩ জন সহকারী শিক্ষক, ০০ জন অফিস সহকারী ও ০০ জন এমএলএসএস রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ২১৫ জন ছাত্রা-ছাত্রী অধ্যায়নরত আছে।
অত্র এলাকায় শিক্ষিত জনগোষ্ঠী গড়ার লক্ষে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়টি স্থাপন করেন।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
১ম | ২০ | ১৫ | ৩৫ |
২য় | ২৯ | ২৫ | ৫৪ |
৩য় | ৩১ | ২৪ | ৫৫ |
৪র্খ | ১৪ | ২৫ | ৩৯ |
৫ম | ১৭ | ১৫ | ৩২ |
মোট | ১১১ | ১০৪ | ২১৫ |
৩ সদস্য বিশিষ্ঠ কমিটি, এডহক কমিটি কার্যকর রয়েছে।
পরীক্ষার বছর | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা | পাশের হার |
২০১২ ইং | ৩১ | ৩১ | ১০০% |
২০১১ ইং | ১৮ | ১৮ | ১০০% |
২০১০ ইং | ২১ | ২১ | ১০০% |
২০০৯ ইং | ১৮ | ১৩ | ৭২% |
২০০৮ ইং | ১৯ | ১৯ | ১০০% |
৫ম শ্রেণী
পরিক্ষার বছর | টেলেন্টপুল/গোল্ডেন এ+ | সাধারণ/ এ+ | মোট |
২০১২ ইং | নিল | নিল | নিল |
বিদ্যালয়টিকে একটি মডেল হিসাবে তৈরি করন।
উপজেলা শিক্ষা অফিস থেকে স্কুল পর্যন্ত মটর সাইকেল,সি.এন.জি,রিক্সা চলাচলের ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস