অত্র বিদ্যালয়টি উপজেলা সদর অফিস থেকে ২০০ গজ পশ্চিমে অবস্থিত ৫.১০ একর জমির উপর উন্নত বিজ্ঞানাগার, সুসজ্জিত লাইব্রেরী, বিদ্যমান একটি আধুনিক কম্পিউটার ল্যাব , বিদ্যালয়টি পুরো অংশ পাকা সুউচ্চ দেওয়াল এবং সবুজ গাছপালা বেষ্টিত মনোরম পরিবেশে উপস্থিত ।
বিদ্যালয় ভবনসমূহ:
কক্ষ নং - দৈঘ©× প্রস্থ - ক্ষেত্রফল
১নং কক্ষ - ১৩মি:× ৯মি: = ১১৭ বগ© wgUvi
২নং কক্ষ - ৮.৫মি:× ৬মি: = ৫১ বগ© wgUvi
৩নং কক্ষ - ৮.৫মি:× ৬মি: = ৫১ বগ© wgUvi
৪নং কক্ষ - ৮.৫মি:× ৬মি: = ৫১ বগ© wgUvi
৫নং কক্ষ - ৮.৫ × ৬মি: = ৫১ বগ© wgUvi
৬নং কক্ষ - ৬মি:× ৬মি: = ৩৬ বগ© wgUvi
৭নং কক্ষ - ৮মি:× ৬মি: = ৪৮ বগ© wgUvi
৮নং কক্ষ - ৮মি:× ৬মি: = ৪৮ বগ© wgUvi
৯নং কক্ষ - ৭মি:× ৬মি: = ৪২ বগ© wgUvi
১০নং কক্ষ - ৭.৫মি × ৬মি:= ৪৫ বগ© wgUvi
১১নং কক্ষ - ৭.৫মি × ৬মি:= ৪৫ বগ© wgUvi
১২নং কক্ষ - ৭.৫মি × ৬মি:= ৪৫ বগ© wgUvi
১৩নং কক্ষ - ৭.৫মি × ৬মি:= ৪৫ বগ© wgUvi
১৪নং কক্ষ - ৭.৫মি × ৬মি:= ৪৫ বগ© wgUvi
১৫নং কক্ষ - ৭.৫মি × ৬মি:= ৪৫ বগ© wgUvi
মঞ্চ,১৬,১৭,১৮ নং কক্ষ-
৪৩.৫মি:× ৬মি: = ২৬১ বগ© মিটার
১৯নং কক্ষ - ১২মি: × ৯মি: = ১০৮ বগ© wgUvi
বারান্দা ৩মি:× দৈঘ©¨ ১৭৬মি: = ৫২৯ বগ© wgUvi
দ্বিতলপাকাভবন‘আই’আকৃতির১টি(ফ্যাসিলিটিজ ভবন): নীচতলা :-
২৩মি:× ৭.৫মি:(৩টি কক্ষ)= ১৭২.৫ বগ© মিটার
১৫মি:× ৭.৫মি:(২টি কক্ষ)= ১১২.৫ বগ© মিটার
প্রথমতলা -
২৩মি:× ৭.৫মি:(৪টি কক্ষ)= ১৭২.৫ বগ© মিটার
৭.৫মি:× ৭মি: = ৫৬.২৫ বগ© মিটার
বারান্দা - ৩৮মি:× ২.৫মি = ৯৫ বগ© মিটার
সিঢ়ি ঘর - ৯মি: × ৫মি: = ৪৫ বগ© মিটার
কমিউনিটি ভবন(৪টি কক্ষ)আধা পাকা
২০.৫মি:× ৫.৫মি:= ১১২ বগ© মিটার
বারান্দা - ২০.৫মি:× ১.৫মি:= ৩০.৭৫ বগ© মিটার
মহিলা শিক্ষিকাদের বিশ্রমাগার(আধাপাকা)
৭মি:×৪.৫মি:=৩১.৫ বগমিটার(প্রমোটকতৃ©কনিমি©ত)
প্রধান শিক্ষকের বাসভবন
৪মি:× ১১.৫মি: = ৪৬ বগ© wgUvi
জল সরবরাহ লাইন =১০০ মি:
পাকা টয়লেট মোট = ৯টি
টিউবওয়েল = ৬টি
স্কুল আঙ্গিনা - ৭৪মি:× ৩২মি: = ২৩৬৮ বগ© মিটার
খেলার মাঠ - ১১০মি:× ৭০মি: = ৭৭০০ বগ© মিটার
পাকা মসজিদ : ১টি
কটি ফকিরের নামানুসারে কটিয়াদী উপজেলার নামকরন করা হয় ।বৃটিশ শাসনামলে উক্ত জনপদ শিক্ষা দীক্ষায় ছিল দারুনভাবে অবহেলিত ।হিন্দু জমিদার ও বিশিষ্ট হিন্দু ব্যাক্তিদের
সক্রিয় প্রচেষ্টায় ১৯৩০ সনে আড়িয়াল খাঁ নদীর তীর ঘেষে কটিয়াদী মধ্য ইংরেজী মাইনর স্কুল হিসাবে বিদ্যালটির যাত্রা শুরু হয়।তখন এতে সহশিক্ষা চালু ছিল। ১৯৪১সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তরিত হয়।যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তৎকালীন রেজিষ্টার জে চক্রবত©x ------------- স্মারক নং- 884/pro.1188, তারিখ ০৭/০৮/১৯৪৫ মূলে ১/১/১৯৪৩ খ্রি. সনে স্বীকৃতি প্রদান করে।পরবত©xতে প্রমত্তা আড়িয়াল খাঁনদীর ভাঙ্গনে ও সময়ের প্রয়োজনে বিদ্যালয়টি ১৯৫৯ সালে বত©মান স্থানে স্থানান্তরিত হয়। তখন প্রধান শিক্ষক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোজাফ্ফর উদ্দীন আহাম্মদ । পূবো©ক্ত স্থানে বত©মান কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৬১ সালে প্রতিষ্টিত হয়।বত© মানে বিদ্যালয়টিতে বিজ্ঞান , মানবিক ও ব্যাবসায় শিক্ষা শাখা চালু আছে ।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোডে©র ১১/কিশ/৪৭১৪ তারিখ ১৮/১২/২০০৪ খ্রি. মূলে বিদ্যলয়টিতে কম্পিউটার শিক্ষা চালু হয় । একই বোডে© র স্মারক নং ১১/কিশ/৩৩৪৭, তারিখ ১৭/০৭/ ২০০৬ মূলে হিন্দু ধম© শিক্ষা চালু হয় ।১৯৮৩/৮৪ অথ© বছরে বিদ্যালয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্পের আওতায় আসে এবং২০১১ খ্রি. সরকারের ৩০৬ উপজেলা সদরে নিব© াচিত বেসরকারী বিদ্যালয়কে মডেল স্কুলে রুপান্তর শীষ© ক প্রকল্পের অন্তভূক্ত হয় । বত© মানে বিদ্যালয়টিতে মডেল প্রকল্পের শত© ানুসারে পুনরায় সহশিক্ষা চালু হয় ।
বিদ্যালয়টির প্রথম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন বাবু নলিনী মোহন চৌধুরী এবং বত©মানে প্রধান শিক্ষক হিসাবে কম©রত আছেন জনাব মুহাম্মদ হাবিবুল হক বি.এ. বিএড । অন্যান্য প্রধান শিক্ষকবৃন্দ হলেন যথাক্রমে জনাব মৌলানা ওসমান গণি এম.এ.বি.টি , বাবু ক্ষেত্র মোহন দাস এম.এ.বিটি., মৌলানা এ.কে খুশি© দ উদ্দীন আহাম্মদ এম.এ.বি.টি., বাবু শিরিশ চন্দ্র ভূট্টাচায© বি.এ., আ.ন.ম হাবিবুর রহমান বি.এ. বি.টি, জনাব সাফিউদ্দিন আহাম্মদ বি.এ.বি.এড , ভারপ্রাপ্ত জনাব মো: আব্দুর রশিদ এম.এম , ভারপ্রাপ্ত জনাব মো: আব্দুল কাইয়ূম এম.এ.বি.এড., ভারপ্রাপ্ত জনাব মো: আলমগীর কবীর বি.এ.বি.এড প্রমুখ ব্যাক্তিবগ© ।
বিদ্যালয়টির প্রতিষ্ঠার প্রথম লগ্ন থেকে বাবু পূণ© চন্দ্র সাহা রায় কমিটির প্রেসিডেন্ট ছিলেন এছাড়াও ওসি সৈয়দ আহাম্মদ, বাবু রাম দয়াল ঘোষ, মৌলানা আফসারুদ্দীন, বলরাম বনিক, হীরা লাল সাহা , সুবোধ বাবু, সুরেশ রায় প্রমুখ ব্যাক্তিবগ© বিদ্যালয়টির প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূন© অবদান রাখেন ।দ্বিতীয় পয©vয়ে বত© মান স্থানে স্থানান্তরের সময় জনাব আদম আলী কেরানী , ছবির উদ্দীন ভূঞা , নাদু মিয়া , আব্দুল ওয়াহাব ওরফে আবু মিয়া , জনাব হাবিব মিয়া , গোলfপ মিয়া, আ.খা.ম. মজিবুর রহমান , মৌলানা ছফির উদ্দীন আহ্ম্মদ, জনাব মতি মিয়া (স্যার)ও সাবেদ আলী (বিদ্যাসাগর উপাধী লাভকারী) ব্যাক্তিবগ© বিদ্যালয় ভবনটি নিম© ানে অবদান রাখেন।
নিয়মিত কমিটির মেয়াদ উত্তীনে©র তারিখ ০৬/০৩/১৩ ইং
৮ম শ্রেণী(জে.এস.সি)
২০১০ সালে মোট পরীক্ষাথ©ী সংখ্যা :- ১৫০ জন
উত্তীণ© সংখ্যা :- ৭৫ জন
পাশের হার :- ৫০%
২০১১ সালে মোট পরীক্ষাথ©ী সংখ্যা :- ২০৫ জন
উত্তীণ© সংখ্যা :- ১৭২ জন
পাশের হার :- ৮৩.৯০%+
সন | পরীক্ষাথ©ী | পাশের সংখ্যা | গড় |
২০০৭ | ১৪৭ | ৯৭ | ৬৬% |
২০০৮ | ১৩৫ | ৯১ | ৬৭.৪০% |
২০০৯ | ১৩১ | ৬৫ | ৫০.৩৮% |
২০১০ | ১৫৯ | ১১১ | ৬৯.৮১% |
২০১১ | ১৯৩ | ১৫৪ | ৭৯.৭৯% |
২০০৬ এস.এস.সি- A+ ৩ জন
২০০৭ এস.এস.সি- A+ --
২০০৮ এস.এস.সি- A+ ১১ জন
২০০৯ এস.এস.সি- A+ ০১ জন
২০১০ এস.এস.সি- A+ ১০ জন
২০১১ এস.এস.সি- A+ ১৬ জন
২০০৬ জে.এস.সি- সাধারন বৃত্তি- ০৩ জন
২০০৭ ,, মেধা বৃত্তি- ০২ জন,সাধা:বৃত্তি- ০৫ জন
২০০৮ ,,- ,, ,,- ০৫ জন, ,, - ০৪ জন
২০০৯ ,,- ,, ,,- ০৫ জন, ,, - ০৬ জন
২০১০ ,,- ,, ,, - ০৩ জন, ,, - ০৫ জন
· দেশবরেন্য বহু খ্যাতি মান ব্যাক্তিবগ© এ প্রতিষ্ঠানটিতে অধ্যয়ন করেছেন ।
· বত© মান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়প্রধান মন্ত্রীর শিক্ষা, রাজনৈতিক ও সামাজিক উপদেষ্টাওজাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচায্য© জনাব ড. আলাউদ্দীন আহাম্মেদ ।
· বত© মান মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা: অধ্যাপক আলহাজ্ব এম. এ মান্নান ।
· বাংলাদেশ বি.সি.এস সাভি© স একাডেমীর বত© মান মহাপরিচালক শফিক আলম মেহেদী ।
· বত© মান চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো: নুরুল ইসলাম ।
· বিশিষ্ট কৃষিবিদ ও বিজ্ঞানী ড: আব্দুর রহিম ।
· ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অথ©নীতিবিদ নলিনী মোহন দেবনাথ ।
· খুলনা বিভাগের সাবেক বিভাগীয় কমিশনার ও খাদ্যবিভাগের সাবেক মহা পরিচালক জনাব নুরুল ইসলাম (দুলাল)।
· ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল(অব:) জহির উদ্দীন আহম্মদ ।
· বত©মান কটিয়াদী উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্বা জনাব আলহাজ্ব লায়ন মো: আলী আকবর ।
· বত© মান কটিয়াদী পৌরসভার মেয়র জনাব তোফাজ্জল হোসেন খান (দিলীপ)।
· বত© মান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের দশ© ন বিভাগের সভাপতি জনাব অধ্যাপক ড. আ.ফ.ম উবায়দুর রহমান ।
· বত© মান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিভাগের শিক্ষক জনাব অধ্যাপক ড. এ.টি.এম আতিকুর রহমান ।
· বত© মানে কানাডায় শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন ড. আ.ব.ম শামসুর রহমান ।
এছাড়া অসংখ্য খ্যাতিমান ছাত্র গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূণ©দপ্তরে ও বেসরকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কম©রতআছেন ।
অত্র বিদ্যালয়টি কটিয়াদী উপজেলা সদরে অবস্থিত আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ হিসাবে উপজেলা সদরে নিব©াচিত ৩০৬ মডেল স্কুল প্রকাল্পের আওতাভূক্ত বিদ্যালয় হিসেবে উপজেলার পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কায© াবলীতে গুরুত্বপূণ© ভূমিকা পালন করছে এবং জেলা ও আঞ্চলিক
পয© ায়ে এর সুনাম ছড়িয়ে দিচ্ছে ।বত© মানে বিদ্যালয়টিতে সহপাঠ কায©ক্রম চালু রয়েছে ।বত©মান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাধ্যমিক পযা©য়েযোগপযোগী মানসম্মত পাঠদান , কম্পিউটার শিক্ষা ও সুবিশাল কম্পিউটার ল্যাব , বিজ্ঞান শাখার ছাত্রদের ব্যবহারিক বিষয়ে হাতে কলমে শিক্ষাদান করে শিক্ষাথ©ীদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য সহায়ক ভূমিকা পালন করবে ।
বিদ্যলয়ের ম্যানেজিং কমিটি , শিক্ষাথ©ী , শিক্ষাথ©ীর অভিভাবক সমন্বয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার উদ্দ্যোগ চলছে।
kpbhschool@yahoo.com
০১৭১৮-১২২২৫৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস