কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলাধীন২নং সমশ্রাম ধুলদিয়া ইউনিয়নস্থ সিংগুয়া নদীর কোলঘেষে উপশহুরে মনোরম পরিবেশে বিদ্যালয়টি ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যা অধ্যষিত ধুলদিয়া গ্রামে অবস্থিত। ১৯৬৬ সাল থেকে এলাকায় শিক্ষার আলো বিস্তার করে আসছে। উক্ত বিদ্যালয়টির পূর্ব দিকে করগাঁও ইউনিয়ন উত্তরে সিংগুয়া নদী, পশ্চিমি বনগ্রাম ইউনিয়ন, দক্ষিনে চান্দপুর ইউনিয়ন।
২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ও এতদঅঞ্চলের প্রবাদ পুরুষ বলে খ্যাত জনাব মোঃ লাল মিয়ার উদ্যোগে ও নেতৃত্বে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ যথা স্থানদাতা বাবু ব্রজেন্দ্র চন্দ্র সাহা, ষ্টেশন মাষ্টার আঃ গফুর, ইউসি সদস্য জনাব আঃ হেকিম শাহ, জনাব ছামির উদ্দিন, জনাব মইজ উদ্দিন (ইউসি প্রেসিডেন্ট) আরো অনেক বিদ্যিাৎসাহী ব্যক্তি বর্গের চিন্তা চেতনা ও যৌথ প্রচেষ্টায় ইউনিয়নের একমাত্র প্রতিষ্ঠান হিসাবে বিদ্যালয়টি স্থাপিত হয়।
কোরাম সংখ্যাক সদস্য না থাকায় কমিটির নিয়মিত মিটিং হচ্ছে না বিধায় বিষয়টি বোর্ড কে অবহিত করার পর পরবর্তী সিদ্ধান্ত কর্তৃপক্ষের বিবেচনাধীণ রয়েছে।
জে এস সি
সাল | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
২০১২ | ১৭৯ | ১৫২ | ৮০% |
২০১১ | ১৯০ | ১২৫ | ৬৫% |
২০১০ | ১৪৫ | ৮৯ |
|
এস এস সি
সাল | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
২০১৩ | ১০০ | ৯১ | ৯১% |
২০১২ | ১১৮ | ১০২ | ৮৭% |
২০১১ | ১২৫ | ৮৮ | ৭০% |
২০১০ | ১২০ | ৫৮ | ৪৮.৩৩% |
২০০৯ | ৭৭ | ৩৫ | ৪৫% |
|
|
|
|
এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গের অনুপ্রেরনায় মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তিচালু আছে।
প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে খেলাধুলায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিভিন্ন আইটেমে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। ২০০৮ সালে এসএসসিতে একটি এবং ২০০৭ সন থেকে সৃজনী প্রতিভার স্বাক্ষর স্বরূপ নিয়মিত সাহিত্য বার্ষিকী প্রকাশিত হয়ে আসছে। |
বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে যুগোপযুগি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রদক্ষেপ বাস্তবায়ন, পর্যায়ক্রমে বিদ্যালয়টিকে কলেজে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। |
হাজী শামছ উদ্দিন উচ্চ বিদ্যালয়, ধূলদিয়া, কটিয়াদী, কিশোরগন।
নিভা রায়
প্রধান শিক্ষক (ভার প্রাপ্ত)
০১৭১১২৪৩০৫০
E-mail: nivarani71@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস