বিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার কটিয়াদী–মানিকখালী বৃহত্তর রাস্তার পাশে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে স্থাপিত। বিদ্যালয়টিতে একটি আধাপাকা ও দুইটি বৃহত্তর টিনসেট একাডেমিক ভবন রয়েছে। বিদ্যালয়ে একটি প্রশস্থ্য খেলার মাঠ আছে। |
এলাকার জনগনের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে বেথইর গ্রামের রইছ উদ্দিন মাষ্টার সাহেবের সুযোগ্য পুত্র জনাব মাহমুদুল ইসলাম সাহেব বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় সম্পূর্ণ নিজস্ব জমি ও অর্থায়নে প্রতিষ্ঠিত করেন। সেপ্রেক্ষিতে অদ্যাবদি পর্যন্ত আর্থিক সহযোগিতাসহ প্রতিষ্ঠাতা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে বিদ্যালয়টির নামাকরণ করা হয় রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়। |
নিয়মিত ম্যানেজিং কমিটি অনুমোদনের জন্য শিক্ষা বোর্ড ঢাকায় দাখিলকৃত। |
পরীক্ষার নাম | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০১০ | জে এস সি | ৫৯ | ৪২ | ৭১.১৯ % |
২০১১ | জে এস সি | ৯৬ | ৭৬ | ৭৯.১৭ % |
|
|
|
|
|
|
|
|
|
|
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশের হার |
২০০৭ | এস.এস.সি. | ২৬ | ১৮ | ৬৯.২৩% |
২০০৮ | এস.এস.সি. | ২৯ | ২৬ | ৮৯.৬৫% |
২০০৯ | এস.এস.সি. | ৩১ | ২৪ | ৭৭.৪২% |
২০১০ | এস.এস.সি. | ৪০ | ৩৬ | ৯০% |
২০১১ | এস.এস.সি. | ৪৪ | ৪৪ | ১০০% |
জুনিয়র বৃত্তি-২০০৮ সনে ০২ জন,(সাধারণ) ২০০৯ সনে ০৪ জন (০৩ জন ট্যালেন্টফুল ও ০১ জন সাধারণ বৃত্তি)। ২০১০ সনে ০৫ জন (০২ জন ট্যালেন্টফুল ও ০৩ জন সাধারণ বৃত্তি)। এস.এস.সি বৃত্তি- ২০১১ ইং সনে বোর্ড মেধা বৃত্তি ০১ জন, সাধারণ ০১ জন। |
বিভিন্ন পর্যায়ে মেধা বৃত্তিসহ উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্ত অর্জন করে আসছে। দেশের বৃহত্তর বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। এছাড়াও দেশে বিদেশে চাকুরীতে যথেষ্ট ভূমিকা রাখা অব্যাহত রয়েছে। |
বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে যুগোপযুগি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রদক্ষেপ বাস্তবায়ন, পর্যায়ক্রমে বিদ্যালয়টিকে কলেজে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। |
raismahamudhighschool@yahoo.com EIIN : 110406 ; School Code : 7866
01716-103298. |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস