অত্র মাদ্রাসাটি উপজেলা অফিস থেকে ২০০ মিটার পশ্চিমে কটিয়াদী মঠখোলা রাস্তার উত্তর পাশে মনোরম পরিবেশে অবস্থিত। মাদ্রাসা ভবন সমূহ ৰ ক) ৭৫´৩০=২২৫০ বর্গ মিটার একটি বিল্ডিং খ) ৫০´১৮=৯০০ বর্গ মিটার একটি টিন সেড ঘর গ) ৬০´১৮=১০৮০ বর্গ মিটার একটি টিন সেড ঘর ঘ) ৭০´১৮=১২৬০ বর্গমিটার একটি টিন সেট ঘর বিল্ডিং সহ মোট ৪টি ভবন আছে।
|
ভারত উপমহাদেশের ঐতিহ্যবাহী কলকাতা আলীয়া মাদ্রাসা হতে স্বর্ণপদক প্রাপ্ত হযরত মাওৰ আব্দুল হালিম হোসাইন (পাকুন্দিয়া তারা কান্দি) সাহেবের শুভাগমন এবঙ কলকাতা আলীয়া মাদ্রাসা হতে স্বর্ণ পদক প্রাপ্ত যহরত মুজিবুর রহমান কটিয়াদী সাহেবের পরামর্শ ক্রমে হাজী মোৰ আব্দুল বারিক মেম্বার সাহেবের নেতৃত্তে এবং ফাউন্ডার জনাব মোৰ আবু বক্কর ছিদ্দিক সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র এলাকায় কোন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এখানে একটি দাখিল মাদ্রাসা প্রতিস্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয় । |
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
১ম | ৩৬ | ১০ | ৪৫ |
২য় | ২৮ | ১৩ | ৪১ |
৩য় | ১৫ | ১৮ | ৩৩ |
৪র্থ | ২০ | ১৫ | ৩৫ |
৫ম | ১৩ | ১৬ | ২৯ |
৬ষ্ঠ | ১২ | ১৯ | ৩১ |
৭ম | ২২ | ১১ | ৩৩ |
৮ম | ১৩ | ৩০ | ৪৩ |
৯ম | ১২ | ১৭ | ২৯ |
১০ম | ০৮ | ১৩ | ২১ |
ক) নিয়মিত পরিচালনা কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ: ১৪/০৫/২০১৪খ্রি: ১. জনাব মো: আবু বকর ছিদ্দিক, সভাপতি, ২. জনাব হাজী মো: আব্দুল বারিক, প্রতিষ্ঠাতা, ৩. জনাব মোহাম্মদ আলী, সুপার ও সম্পাদক, ৪. জনাব মো: ফেরদৌস, শিক্ষানুরাগী সদস্য, ৫. জনাব মো: ছাইদুল হক, শিক্ষক প্রতিনিধী, ৬. জনাব মো: নাছির উদ্দিন, শিক্ষক প্রতিনিধী, ৭. জনাবা সুফিয়া খাতুন, শিক্ষক প্রতিনিধী (সংরক্ষিত মহিলা সদস্যা), ৮. জনাব মো: মানিক মিয়া, অভিভাবক, সদস্য, ৯. জনাব মৌলানা শরীফ আহম্মেদ, অভিভাবক সদস্য, ১০. জনাব আব্দুল হাসিম, অভিভাবক সদস্য ১১. মোঃ মিলন মিয়া, অভিভাবক সদস্য |
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার সংখ্যা | পাশ | পাশের হার |
২০১০ | ৫ম সমাপনী | ৩১ | ২৮ | ৯০% |
২০১১ | ৫ম সমাপনী | ৩৯ | ৩৮ | ৯৭% |
২০১২ | ৫ম সমাপনী | ৩০ | ২৩ | ৭৬% |
২০১০ | জে.ডি.সি | ১২ | ০৮ | ৬৭% |
২০১১ | জে.ডি.সি | ২৬ | ১৯ | ৭৩.৭৭% |
২০১২ | জে.ডি.সি | ৩৮ | ২৭ | ৭১% |
পরীক্ষার সন | পরীক্ষার নাম | পরীক্ষার সংখ্যা | পাশ | পাশের হার |
২০০৭ | দাখিল | ১৬ | ১২ | ৭৫% |
২০০৮ | দাখিল | ২৯ | ১৮ | ৬২.৬৮% |
২০০৯ | দাখিল | ২৪ | ১৬ | ৬৬.৬৬% |
২০১০ | দাখিল | ১৯ | ১৪ | ৭৩.৬% |
২০১১ | দাখিল | ২৪ | ১৮ | ৭৫% |
২০১২ | দাখিল | ২৮ | ২২ | ৭৮% |
বিগত ৫ বছরে কোন বৃত্তি পায় নাই। |
অত্র মাদ্রাসা হতে অধ্যয়ন শেষে উচ্চ শিক্ষা লাভ করে ০১. জন ছাত্র বর্তমান সরকারের সেনাবাহিনীর কর্ণেল পদে। ০১. জন ছাত্র বর্তমান সরকারের নৌবাহিনীতে ইমাম পদে। ০১. জন ছাত্র বর্তমান সরকারের হাইকোর্টের আইনজীবি হিসাবে কর্মরত আছেন। এছাড়া অত্র মাদ্রাসা হতে অধ্যয়ন শেষে উচ্চ শিক্ষালাভ করে দেশের বিভিন্ন জায়গায় মাদ্রাসায় সুপার, অধ্যক্ষ, প্রভাষক ও মসজিদের ঈমামতি করে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত আছে।
|
অত্র মাদ্রাসাটি কটিয়াদী পৌরএলাকার একমাত্র ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান সরকারের অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়ানো ও মান সম্মত শিক্ষাদান, কারিগরি শিক্ষা, কম্পিউটার শিক্ষাসহ দেশ ও জাতিকে আত্ম নির্ভরশীল হিসাবে গড়ে তোলার জন্র মাদরাসা পরিচালনা কমিটি ও শিক্ষক/শিক্ষিকা/শিক্ষার্থী/অভিভাবক সমম্বয়ে শিক্ষারগুণগত মান উন্নয়ন করার জন্য উদ্যোগ নেওয়া হইয়াছে। |
boghidm_bd@yahoo.com
০১৭১৪ ৮৭৪৪০৪. |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস