বিদ্যালয়টি কটিয়াদীউপজেলাধীনঝাকালিয়া গ্রামেঅবস্থিত।এটিদিনদিনউন্নতিরদিকেএগিয়েযাচ্ছে।অখণ্ড১০০শতাংশজমিও১৩টিকক্ষ, ০৯জনসহকারীশিক্ষক, ০১জনঅফিসসহকারীও ০২জনএমএলএসএস রয়েছে।বর্তমানেবিদ্যালয়টিতে৩১৮জনছাত্র-ছাত্রীঅধ্যায়নরতআছে।
কটিয়াদী উপজেলার ১০ টি ইউনিয়নের ৮ কিলোমিটারের মধ্যে জালালপুর একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। অন্যান্য ইউনিয়নের তুলনায় জনসংখ্যার দিকথেকে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়া সত্তেও কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অত্র এলাকায় শিক্ষানুরাগী ও গন্যমান্য ব্যক্তিবর্গ নিজেদের উদ্দ্যোগে বেশ কয়েকটি সভা করে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্টার সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষিতে এলাকার ধনাঢ্য ব্যক্তিগন বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমি ও অনুষাঙ্গিক খরচাদী দেওয়ার অঙ্গিকার করে। এক পর্যায়ে জমি দাতাগন সর্বমোট প্রায় ৩ একর জমি রেজিষ্ট্রি দলিল মূলে বিদ্যালয়ের নামে দান করে দেয়। ইউনিয়নের সকল এলাকার জনসাধারনের দাবী ও ও সন্তুষ্টির প্রেক্ষিতে জালালপুর ইউনিয়নের নামে অত্র বিদ্যালয়টির নাম করণ করা হয়। প্রথমে ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে ক্লাস শুরু হয়। কিছু দিনের মধ্যেই বিদ্যালয় নিজস্ব টিনসেট একটি ঘর তৈরী করে সেখোনে স্থানান্তর করা হয়। ০১-০১-১৯৭৩ ইং সালে বিদ্যালয়টি সরকারী মঞ্জুরী প্রাপ্ত হয় । তখন থেকে আজ পর্যন্ত কালের আবর্তনে বিদ্যালয়টির আমুল পরিবর্তন হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে ৮ কক্ষের একটি দ্বিতলসহ মোট ৪ টি বিল্ডিং রয়েছে। ২০০৬ সন থেকে অত্র বিদ্যালয়ের ভোকেশনাল শাখাও চালু হয়েছে। বিদ্যালয়ে একটি সুবিশাল পাঠাগার ও একটি কম্পিউটার ল্যাব রয়েছে। বর্তমানে কম্পিউটার শিক্ষক, সহকারী গ্রন্থাগারিকসহ মোট ১২ জন শিক্ষক, ১ জন তৃতীয় ও ০২ জন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োজিত আছে। আমরা এই বিদ্যালয়টির আরও উন্নতির আশাবাদী।
১। আলহাজ্ব গোলাম কিবরিয়া, সভাপতি
২। জনাব মোঃ মফিজ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি।
৩।জনাব মোঃ মুর্শিদ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি।
৪। জনাব তানজিনা সূলতানা, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি।
৫। জনাব জসিম উদ্দিন, অভিভাবক সদস্য।
৬। জনাব ফারুকুল ইসলাম, অভিভাবক সদস্য।
৭। জনাব মজিবুর রহমান, অভিভাবক সদস্য।
৮। জনাব হামিদুর রহমান, অভিভাবক সদস্য।
৯। জনাব আফরোজা আক্তার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য।
১০। শূন্য প্রতিষ্ঠাতা সদস্য
১২। জনাব জয়নাল আবেদীন, কো-অপ্ট সদস্য।
১৩। প্রধান শিক্ষক, সদস্য সচিব।
পরীক্ষারসন | পরীক্ষারনাম | পরীক্ষার্থীর সংখ্যা | পাশ | পাশেরহার |
২০০৭
| এসএসসি | ৩৪ | ০৯ | ২৭% |
ভোক | --- | --- | --- | |
২০০৮
| এসএসসি | ৩১ | ২২ | ৭১% |
ভোক | ২৯ | ১৯ | ৬৬% | |
২০০৯ | এসএসসি | ৩১ | ১৩ | ৪২% |
ভোক | ৩০ | ২৬ | ৮৩% | |
২০১০ | এসএসসি | ৩০ | ১০ | ৩৪% |
ভোক | ১৯ | ১১ | ৫৮% | |
২০১১ | এসএসসি | ২৮ | ২১ | ৭৫% |
ভোক | ২৫ | ১৮ | ৭২% |
পরীক্ষারবছর | টেলেন্টপুল/গোল্ডেনএ+ | সাধারণ/এ+ | মোট |
|
|
|
|
অবকাঠামোসহপাশেরহারবৃদ্ধিপেয়েছে।
শিক্ষার গুণগত ও সংখ্যাগত দিকথেকেশতভাগসফলতাঅর্জন।
01715-259830
শ্রেণি | মেধাবীছাত্র | মেধাবীছাত্রী | সর্বমোট |
|
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস