1860 সনে কিশোরগঞ্জ মহকুমা প্রতিষ্ঠাকালে আজকের কটিয়াদী অঞ্চল ছিল নিকলী থানার অধীনে। 1778 খ্রীষ্টাব্দে প্রকশিত জেমস জে. রেনেলের অবিভক্ত বাংলাদেশের ভৌগোলিক মানচিত্রে বর্তমান কিশোরগঞ্জ জেকলার যে কয়টি স্থান বা জনপদ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়টি স্থানের একটি কটিয়াদী- যা “CUTTEYADEE” হিসেবে দেখানো হয়েছে। 1897 সনে কটিয়াদী থানা স্থাপিত হয়। সময়ের ময়মনসিংহের মুন্সেফ মিঃ হেমিন্টন 19.05.1897 সনে কটিয়াদী থানার উদ্বোধন করেন। রাজধানী ঢাকা থেকে প্রায় 94 কিলোমিটার উত্তর পূর্বে এবং কিশোরগঞ্জ জেলা সদর থেকে ২৬ কিলোমিটার দক্ষিনে প্রাচীন মধ্য ও আধুনিক যুগকে ধারণ করে উজ্জ্বল উপস্থিতি আজ ঘোষনা করছে কটিয়াদী উপজেলা। বৃহত্তর ময়মনসিংহের সর্ব দক্ষিণ-পশ্চিম পার্শ্বে অচলার হাত থেকে খসে পড়া এব চিলতে সবুজ ফিতের মতো উত্তর দখ্সিণে শায়িত রয়েছে দীর্ঘাঙ্গী জনপত কটিয়াদী উপজেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা সদর, পূর্বে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও নিকলী, দক্ষিণ পশ্চিমে নরসিংদী জেলা মনোহরদী দক্ষিণ পূর্বে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এবং পশ্চিমে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেরা দ্বারা বেষ্ঠিত। কটিয়াদী উপজেলায় বর্তমানে ১৫৫টি গ্রাম এবং ৯৭টি মৌজা রয়েছে। ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার আয়তন 221.88 বর্গ কিঃ মিঃ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস