উপজেলা নির্বাহী অফিসার, কটিয়াদী, কিশোরগঞ্জ
সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রোকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত রাস্তা, ব্রিজ, টিআর, কাবিটা কর্তৃক সম্পাদিত কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সামাজিক নিরাপত্তার অধীনে যাতে সাঠিক উপকার ভোগী নির্বাচন করা যায় সেজন্য ইউনিয়ন পরিষদে বসে উপকার ভোগী নির্বাচন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে উপজেলা ডিজিনটাল সেন্টার স্থাপন করা হয়েছে। এছাড়া উপজেলায় ই-সেন্টার নামে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। বিশুদ্ধ পানি যাতে জনসাধারণ পেতে পারে সেজন্যা গভীর নলকূপ স্থাপন কার্যক্রম নিবিড় ভাবে মনিটরিং করা হচ্ছে। এ ছাড়া ৪টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, আইসিটি ক্লাব স্থাপন, উপজেলা ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় অবৈধ নদী দখল উচ্ছেদ, হাট-বাজার সংস্কার ও উন্নয়ন করা হয়েছে। বর্তমান সরকার ঘোষিত সবার জন্য ঘর প্রদান কার্যক্রমে প্রকৃত উপকার ভোগী বাছাই করে গৃহ নির্মাণের কাজ প্রায় শেষ। সোলার প্যানেল স্থাপন করে ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিত করণের প্রচেষ্টা অব্যাহত আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS